এম.নাজিম উদ্দিন,রাঙামাটিঃ
রাঙামাটি চক্ষু হাসপাতালে ভুয়া চিকিৎসক দ্বারা চিকিৎসা প্রদানের অভিযোগে ভ্রম্যমান আদালত ৫০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে।
সোমবার বিকেলে রাঙামাটি জেলা প্রশাসনের ডেপুটি নেজারত কালেক্টর ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শামীম হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো.ইমরুল হাসান।
রাঙামাটি সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ মো.ইমরুল হাসান জানান,সকালে এক অভিভাবকের অভিযোগের ভিত্তিতে আমরা এখানে আসি এবং জানতে পারি একজন আপটিমিস্ট চোখের চিকিৎসা প্রদান করছেন এবং ব্যবস্থা পত্র লিখছেন। যা তিনি পারেন না। অভিযোগ প্রমানিত হওয়ায় রাঙামাটি চক্ষু হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতের জন্য সর্তকও করা হয়……