এশিয়ান কাপ ফুটবল ফাইনালে কাতার

এশিয়ান কাপ ফুটবল ফাইনালে কাতার

ইরানের রেকর্ড চতুর্থ শিরোপার স্বপ্ন গুঁড়িয়ে এশিয়ান কাপ ফুটবলের ফাইনালে এবারও কাতার। বুধবার (৭ ফেব্রুয়ারি) দোহায় দ্বিতীয় সেমিফাইনালে পিছিয়ে পড়ে ৩-২ গোলের রোমাঞ্চকর জয় পায় স্বাগতিকরা। শনিবার ফাইনালে জর্ডানের মোকাবেলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

স্বাগতিকতকার পাশাপাশি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হলেও এবারের আসরে কাতারকে শিরোপার ফেবারিট মনে করেননি অনেকে। বুধবার সেই ধারণা বদলে দেওয়ার সেমিফাইনালে ইরানকে প্রতিপক্ষ পায় কাতার। দোহার আল থুমামা স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে শিরোপা ধরে রাখার মিশনে থাকা দলটি। চতুর্থ মিনিটে ইরানের গোলদাতা ইতালিয়ান সিরি-আ লিগের ক্লাব রোমার ফরোয়ার্ড সর্দার আজমউন।

গোল খেয়েই গা ঝাড়া দিয়ে ওঠে কাতার। ১৭ মিনিটে মিডফিল্ডার জাবের আবদুসালাম দলকে সমতায় ফেরানোর পর ৪৩ মিনিটে উইঙ্গার আকরাম আফিফ লিড এনে দেন। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে গোল শোধ দেয় ইরান। গোলদাতা ডাচ ক্লাব ফেইনুর্দের অ্যাটাকিং মিডফিল্ডার আলিরিয়াজ জাহানবাখশ। ৮২ মিনিটে কাতারকে ফের এগিয়ে নেন স্ট্রাইকার আলমোয়েজ আলি। যোগ করা সময়ের চতুর্দশ মিনিটে ইরানের শেষ প্রচেষ্টা পোস্টে লাগলে হৃদয় ভেঙ্গেই মাঠ ছাড়ে ১৯৬৮ থেকে ১৯৭৬ সাল পর্যন্ত টানা তিনবারের চ্যাম্পিয়নরা।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *