‘বিএনপির হরতাল নির্বাচনে প্রভাব ফেলবে না’

‘বিএনপির হরতাল নির্বাচনে প্রভাব ফেলবে না’

বিএনপির হরতাল নির্বাচনে কোন প্রভাব ফেলতে পারবে না, ভোটের উপস্থিতি সন্তোষজনক হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ শুক্রবার সকালে তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি নিজেই একটি ডামি দল। তাদের হরতাল হচ্ছে মরচে ধরা হাতিয়ার, অতীতের মতো আগামীতেও এতে কাজ হবে না।

নির্বাচনে বিএনপি প্রকাশ্যে বাধা দেয়া সত্বেও তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ভিসানীতি কেনো দিচ্ছে না – এমন প্রশ্ন ওবায়দুল কাদেরের। নির্বাচনে সন্তোষজনক ভোটার উপস্থিতির আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি বলেন, ৭ জানুয়ারি নির্বাচন অংশগ্রহণমূলক হবে। সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে ভোটারদের অনুরোধ জানান তিনি।

নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হওয়ার পাশাপাশি ভালো আসন পাবে এমন আশার কথা শুনিয়ে দলটির সাধারণ সম্পাদক বলেন, বিএনপির আন্দোলনে নির্বাচনে কোন প্রভাব ফেলবে না।

এরআগে, নির্বাচন পর্যবেক্ষণ করতে আসা কমনওয়েলথ এবং ওআইসি’র প্রতিনিধি দলের সাথে বৈঠক করে আওয়ামী লীগ। নির্বাচন সুষ্ঠু হবার প্রত্যাশার কথা জানিয়েছে কমনওয়েলথ।


Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *