
রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আজ সকাল ১১টায় জুলাই গণঅভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের ১,০০,০০০/- টাকার চেক হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ (মারুফ)।
অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা অপরিসীম আত্মত্যাগের মাধ্যমে আমাদের সামনে শোষনহীন ও বৈষম্যবিহীন নতুন বাংলাদেশ গড়ার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন, যেমনি করে ১৯৭১ সালে বীর মুক্তিযোদ্ধাগণ তাদের সীমাহীন আত্মত্যাগের মাধ্যমে জাতির পরম আরাধ্য স্বাধীনতা এনে দিয়েছিলেন।
তিনি আরো বলেন, জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতার অবদান জাতি চিরকাল স্মরণ করবে।
উল্লেখ্য যে, ইতোপূর্বে রাঙ্গামাটি জেলা প্রশাসন হতে স্থানীয় উদ্যেগে আহতদের জন্য ৮০,০০০/- টাকা করে নগদ চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে। #