
আজ ২৩ মার্চ ২০২৫ খ্রিঃ রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশ কর্তৃক রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সদস্য এবং নন-পুলিশ (সিভিল স্টাফ) সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ-২০২৫ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সদস্য ও নন-পুলিশ (সিভিল স্টাফ) সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন মহোদয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মারুফ আহমেদ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব নাদিরা নূর, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জনাব অনির্বান চৌধুরী, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসিকিউশন) জনাব আজহারুল ইসলাম মুকুল, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল জনাব মোঃ মাহমুদ খান, পিপিএম সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যগণ উপস্থিত ছিলেন।#