Logo
শিরোনাম :
হাদীর মৃত্যুতে উত্তাল বান্দরবান : বীর বাহাদুরের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ হারানো ৫০টি মোবাইল ফোন ফিরিয়ে দিল মালিকের কাছে রাঙামাটি জেলা পুলিশ। মহান বিজয় দিবসে বীরমুক্তিযোদ্ধা পুলিশ ও শহীদ পুলিশ পরিবারকে সংবর্ধনা প্রদান করল জেলা পুলিশ রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন মহান বিজয় দিবসে রাঙ্গামাটিতে বিএনসিসির কুচকাওয়াজ,ব্যান্ড পরিবেশন ও র‍্যালি অনুষ্ঠান ডেভিল হান্ট অভিযানে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় ০১জন গ্রেফতার। চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি: সভাপতি কচি ও সম্পাদক মুরাদ শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও রাষ্ট্রীয় বেতন-ভাতা ও সম্মানী ব্যবস্থার দাবি মরহুম সাংবাদিক মোস্তফা কামালের স্মরন সভা,শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম

হাদীর মৃত্যুতে উত্তাল বান্দরবান : বীর বাহাদুরের বাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ

বান্দরবান প্রতিনিধি( গিরি সংবাদ) / ১০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
Oplus_131072

ইনকিলাব মঞ্চের মুখপাত্র বিপ্লবী ওসমান হাদীর মৃত্যুতে বান্দরবানে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বৃহষ্পতিবার গভীর রাতে বিক্ষুব্ধ জনতা বান্দরবান জেলা শহরের সাবেক পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর বাসভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটায়। এ ঘটনায় বীর বাহাদুরের পাঁচ তলা বিশিষ্ট ভবনের অধিকাংশ অংশ পুড়ে যায় এবং বাসার নিচে পার্কিং এ রাখা ২টি প্রাইভেট কার, একটি মোটর সাইকেল পুড়ে ছাঁই হয়ে যায়। সংবাদ পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিস এর সদস্যরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
এদিকে এ ঘটনার পর থেকে জেলা শহরজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় রাজার মাঠ এলাকাসহ জেলা শহরে জুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা মাঠে কাজ করছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ওসমান হাদীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর রাতেই উত্তেজিত ছাত্র জনতা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একপর্যায়ে স্বৈরাচার আওয়ামীলীগ সরকারের সাবেক মন্ত্রীর বাসার সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় এবং বাসার একটি অংশে আগুন ধরিয়ে দেয়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

ঘটনার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়। অতিরিক্ত পুলিশ ফোর্স ও সেনা টহলের মাধ্যমে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সাধারণ মানুষের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।

এ বিষয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক (ভার:) ফারুক আহমেদ বলেন, সাবেক মন্ত্রী বীর বাহাদুরের বাসায় অগ্নি সংযোগের ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায় এবং প্রায় এক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। এ ঘটনায় ২ প্রাইভেট গাড়ী, ১টি মোটর সাইকেলসহ ভবনের অধিকাংশ অংশ পুড়ে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বান্দরবান জেলা পুলিশ সুপার আবদুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে, পুলিশ প্রশাসনের পাশে সেনাবাহিনীন সদস্যরা মাঠে কাজ করছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com