শেরপুরে নালিতাবাড়ীর যোগানিয়া ইউনিয়নে বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের লিফলেট বিতরণ শেষে ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে নিজস্ব অর্থায়নে কর্মিদের মাঝে শীতের চাদর বিতরণ করেছেন সমাজসেবক ও শ্রমিক নেতা আমিরুল ইসলাম।
বুধবার (৮ জানুয়ারি) রাতে নালিতাবাড়ী পৌর শহরের কালিনগর বাইপাস মোড় নিজ অফিসে যোগানিয়া ইউনিয়নে আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজ কর্মীদের মাঝে এসব শীতের শাল চাদর বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারা বরণকারী ও নির্যাতিত নেতা যোগানিয়া ইউনিয়নের কৃতিসন্তান ও উপজেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক, সমাজসেবক আমিরুল ইসলাম।
এসময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক হারুন মেম্বার, রিক্সা-ভ্যান অটো চালকদল উপজেলা শাখার যুগ্ম আহবায়ক জুলহাস আলম সরকার, সোহেল মিয়া, শ্রমিক নেতা ফারুক মিয়াস। যোগানিয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির সভাপতি-সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
চাদর বিতরণ কালে উপজেলা শ্রমিকদলের যুগ্ম সা: সম্পাদক ও সমাজসেবক আমিরুল ইসলাম এ সাংবাদিককে বলেন, আমাদের উপজেলা পাহাড়ী এলাকা হওয়ায় এবার শীতের তীব্রতা বেশী। আমার নিজস্ব অর্থায়নে যোগানিয়া ইউনিয়নে আমার কর্মীদের মাঝে শীতবস্ত্র হিসেবে চাদর বিতরণের মাধ্যমে পাশে দাঁড়িয়েছি। শীতের শুরুতে নিজ ইউনিয়নের অসহায়দের মাঝে কয়েকশ কম্বল বিতরণ করেছি। সামনের দিনেও যোগানিয়া ইউনিয়ন বাসী ও নেতাকর্মীদের সুখ-দুঃখে পাশে থাকবো ইনশাআল্লাহ।