অপহরণ ও হত্যার উদ্দেশ্যে বৈশাখী টেলিভিশনের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনের ওপর হামলা হয়েছে। মঙ্গলবার রাজধানীর মহাখালীতে ওয়্যারলেস গেট এলাকায় এই ঘটনা ঘটে। এ ব্যাপারে বৈশাখী টিভির পক্ষ থেকে বনানী থানায় একটি মামলা করা হয়েছে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে অফিসে আসছিলেন বৈশাখী টেলিভিশনের উপ ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক টিপু আলম। পথেই তিতুমীর কলেজের সামনে আগে থেকে ওৎ পেতে থাকা একদল সন্ত্রাসী হঠাৎ তার গাড়ির গতিরোধ করে।
পরে ওয়্যারলেস গেট এলাকায় বৈশাখী টেলিভিশনের কার্যালয়ের সামনে গাড়ি থেকে নামার সময় অতর্কিত ২০/২৫ জন তাকে ঘিরে হামলা করতে থাকে। টেনে হিচড়ে তাকে রাস্তার ওপারে নিতে চায় দূর্বত্তরা। এসময় বৈশাখী টিভির কর্মকর্তা-কর্মচারিরা হামলাকারীর কাছ থেকে তাঁকে উদ্ধার করে। হামলায় টিপু আলম আহত হন।
এ ঘটনায় বনানী থানায় একটি হত্যা চেষ্টা মামলা করা হয়। এতে, সাইফুল ইসলাম নামের এক ব্যক্তিকে প্রধান আসামী করে ১১ জনের নাম উল্লেখ করা হয়। মামলায় চারজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। বাকি আসামীদের গ্রেফতারে অভিযান চালানো হবে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। #
সূত্র ঃ- তথ্য,চিত্র বৈশাখী টিভি অন-লাইন