দেশের শিক্ষা ব্যবস্থা হবে প্রযুক্তি নির্ভর। মানুষের মুক্ত চিন্তায় থাকবেনা কোনো বাধা এমন একটা সুন্দর দেশ চায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালের ছাত্র দলের কেন্দ্রীয় নেতাদের সামনে নিজেদের অভিব্যক্তি প্রকাশ করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা। জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো: কাজী জিয়া উদ্দিন বাসেত, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, রাজু আহমেদ, রাঙামাটি ছাত্র দলের সভাপতি সাব্বির আহমেদ, সাধারণ সম্পাদক আলি আকবর সুমনসহ অন্যান্যরা। কেন্দ্রীয় নেতারা জানান, দেশ নায়ক তারেক রহমানের দিক নির্দেশনায় শিক্ষার্থীরা কেমন দেশ চায় বিষয়ক আমাদের এ কর্মসূচির। আমরা শিক্ষার্থীদের চাওয়া-পাওয়ার কথা দেশ নায়ক তারেক রহমানের কাছে উপস্থাপন করবো। কর্মসূচির আগে রাবিপ্রবি ক্যাম্পাসে বৃক্ষরোপন করা হয়।