মোকাদ্দেম সাঈফ(গিরি সংবাদ)
রাঙ্গামাটিতে বর্ষবরণের মারমাদের সাংগ্রাই উৎসবের সমাপ্তি ঘটল জল উৎসব বা জলকেলি অনুষ্ঠানের মধ্য দিয়ে ।
মারমা তরুন-তরুনি নিজেদের ঐতিজ্যবাহী আর্কষীন পোশাকে সাজস্জ্জায় সজ্জিত হয়ে সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে এসে জড়ো হয় রাঙ্গামাটি শহরের চিং হ্লা মারি স্টেডিয়ামে। এ অনুষ্টানটি মারমা সম্প্রদায়ের হলেও এউৎসবে রাঙ্গামাটির বসবাসরত সকল জাতিগোষ্টির মানুষের উপস্থিতি লক্ষ্য করার মত ছিল। এ এক বাধঁভাঙ্গা নতুন প্রাণের উচ্ছাস। মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) এর আয়োজনে
মারমা সাংস্কৃতিক সংস্থা (মাসস) এর সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চোধুরীর সভাপতিত্বে শহরের চিং হ্লা মারি স্টডিয়ামে এ জল উৎসবের উদ্ভোধন করেন জনাব দীপংকর তালুকদার এমপি,মাননীয় সভাপতি পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
মাননীয় প্রতিমন্ত্রী, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। গেষ্ট অব অনার ছিলেন ওয়াসিকা আয়েশা খান এমপি। সদস্য সংসদীয় স্থায়ী কমিটি অর্থ মন্ত্রণালয়।
জনাব জ্বরতী তঞ্চঙ্গ্যা
মাননীয় সংসদ সদস্য, সংরক্ষিত মহিলা আসন।
জনাব সুপ্রদীপ চাকমা
মাননীয় চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড। ব্রিগেডিয়ার জেনারেল সোহেল আহমেদ এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি কমান্ডার, ৩০৫ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, রাঙ্গামাটি রিজিয়ন।
কর্নেল মোঃ আনোয়ার লতিফ খান।
বিপিএম (বার) পিএসসি
জনাব মোহাম্মদ মোশারফ হোসেন খান জেলা প্রশাসক,রাঙ্গামাটি পার্বত্য জেলা।
মারমারা পুরাতন বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানাতে সাংগ্রাই-এর এই জল উৎসব করে থাকে। মারমা তরুণ-তরুণীরা এই জলকেলি উৎসবের মাধ্যমে একে অপরকে পানি ছিটিয়ে পুরাতন বছরের গ্লানি, দুঃখ, অপশক্তিকে দূর করে ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানায়। #