Logo
শিরোনাম :
রাঙ্গামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ। রাঙামাটির প্রথম জেলাপ্রসাশক দূর্গম দুমদুম্যা ও ফারুয়া হলিসর্টি ভোটকেন্দ্র পরিদর্শন। নির্বাচন কমিশনকে ১১কোটি টাকার কাগজ সরবরাহ করল কর্ণফূলী পেপার মিল। রাঙামাটিতে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: দোয়া মাহফিল ও কম্বল বিতরণ পাহাড়ে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন হাবীব আজম সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো চুয়ান্ন বিজিবি । রাঙামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন হাবীব আজম রাঙামাটিতে সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র আত্মপ্রকাশ রাবিপ্রবি’তে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নানিয়ারচরে চাইনিজ পিস্তল সহ ১জন আটক।

নির্বাচন কমিশনকে ১১কোটি টাকার কাগজ সরবরাহ করল কর্ণফূলী পেপার মিল।

মোকাদ্দেম সাঈফ( গিরিসংবাদ) / ৫০ বার দেখা হয়েছে
শেষ আপডেট : রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

নিদিষ্ট সময়ের আগে কেপিএম হতে বিএসও এর মাধ্যমে ইসিতে গেল ৯১৪ মেট্রিকটন কাগজ। যার বাজার মূল্য ১১ কোটি টাকার উপরে।
আগামী ১২ ফেব্রুয়ারী  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ছাপানো এবং অন্যান্য কাজ সম্পাদনের জন্য  রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত কর্ণফুলি পেপার মিলস লিমিটেড( কেপিএম)   হতে  চলতি অর্থ বছরে  ৯ শত  ১৪  মেট্রিকটন কাগজের চাহিদাপত্র দিয়েছিলেন বাংলাদেশ স্টেশনারী অফিস (বিএসও)। যার বর্তমান বাজার মূল্য ১১ কোটি ৮ লাখ ৯৩ হাজার ৭ শত ৮১ টাকা। আবার বিএসও হতে নির্বাচন কমিশন এই কাগজ সরবরাহ করে  নির্বাচনের জন্য ব্যালট পেপার ছাপানো সহ অন্যান্য কাজ সম্পাদন করে থাকবেন। চাহিদা পত্রের বিপরীতে নিদিষ্ট সময়ের আগেই কেপিএম কর্তৃপক্ষ এই কাগজ সরবরাহ করেন।

আজ রবিবার ( ১১ জানুয়ারি) সকাল ১১টায় কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক( এমডি) মোহাম্মদ শহীদ উল্লাহ কেপিএম এর বোর্ড রুমে গণমাধ্যমকর্মীদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরোও বলেন, ২০২৫-২০২৬ অর্থ বছরে সাড়ে ৩ হাজার মেট্রিকটন কাগজ উৎপাদনের লক্ষ্য নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। তৎমধ্যে জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার ছাপানোর জন্য নির্বাচন কমিশন বিএসও এর মাধ্যমে কেপিএম মিল হতে ব্রাউন,সবুজ ও গোলাপি কালার কাগজের চাহিদাপত্র দিয়েছেন। ১৫ জানুয়ারীর ২০২৬ এর মধ্যে এই কাগজ সরবরাহ এর জন্য বলা হয়েছিল। আমরা ১১ জানুয়ারীর মধ্যে  পর্যায়ক্রমে  এই কাগজ বিএসও এর কাছে সরবরাহ করেছি। তিনি আরোও বলেন, নির্বাচন কমিশন ছাড়াও বিএসও এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, জাতীয় বিশ্ববিদ্যালয় সহ ১১ টি প্রতিষ্ঠানে আরোও ১২শত মেট্রিকটন কাগজ পর্যায়ক্রমে  সরবরাহ করা হবে। আজ রবিবার (১১ জানুয়ারি) পর্যন্ত ১৯ হাজার ৩০ মেট্রিকটন কাগজ উৎপাদন করা হয়েছে। 
এসময় কেপিএম এর  জি এম( কমার্শিয়াল) আবদুল্লা আল মামুন,  কেপিএম উৎপাদন বিভাগের প্রধান মঈদুল ইসলাম, জিএম (এডমিন) আবদুল্লাহ আল মাহমুদ উপস্থিত ছিলেন। 
প্রসঙ্গত: রাঙামাটি  জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় কর্ণফুলী নদীর তীরে অবস্থিত কেপিএম  একটি রাষ্ট্রায়িত কাগজ ও মণ্ড উৎপাদনকারী প্রতিষ্ঠান। এটি দক্ষিণ এশিয়ার বৃহত্তম কাগজকলগুলোর মধ্যে অন্যতম, যা ১৯৫০-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি দেশের প্রথম শিল্প সংস্থাগুলির মধ্যে একটি যা কারখানা আইনের আওতায় নিবন্ধিত হয়েছিল, বর্তমানে এটি বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর অধীনে পরিচালিত হয়ে আসছে।। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com