Logo
শিরোনাম :
রাঙ্গামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ। রাঙামাটির প্রথম জেলাপ্রসাশক দূর্গম দুমদুম্যা ও ফারুয়া হলিসর্টি ভোটকেন্দ্র পরিদর্শন। নির্বাচন কমিশনকে ১১কোটি টাকার কাগজ সরবরাহ করল কর্ণফূলী পেপার মিল। রাঙামাটিতে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: দোয়া মাহফিল ও কম্বল বিতরণ পাহাড়ে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন হাবীব আজম সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো চুয়ান্ন বিজিবি । রাঙামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন হাবীব আজম রাঙামাটিতে সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র আত্মপ্রকাশ রাবিপ্রবি’তে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নানিয়ারচরে চাইনিজ পিস্তল সহ ১জন আটক।

রাঙামাটিতে সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র আত্মপ্রকাশ

শান্তিময় চাকমা( গিরিসংবাদ) / ৫৪ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
Oplus_131072

মাদকমুক্ত বুদ্ধিবৃত্তিক সমাজ গঠনের লক্ষ্য সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র আত্মপ্রকাশ হয়েছে।
সোমবার বিকেলে রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ডা. অজয় প্রকাশ চাকমার সভাপতিত্বে প্রফেসর আনন্দ জ্যোতি চাকমা ও মোনঘর আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হবি চাকমার সঞ্চালনায় সংগঠনটি আত্মপ্রকাশ করা হয়।
স্বাগত বক্তব্য প্রদানকালে রাঙামাটি জেলা পরিষদের সদস্য দেবপ্রসাদ দেওয়ান বলেন, সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি সংগঠনটি কারোর প্রতিপক্ষ নয়, আবার কারোর বিরুদ্ধেও নয়। এটি মাদকমুক্ত সমাজ গঠনে কাজ করবে।
ডা.অজয় প্রকাশ চাকমা বলেন, রাতের অন্ধকার দূর করে যেমনি সূর্যোদয় হয়, তেমনি সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি ও মাদকমুক্ত সমাজ গঠনে সূর্যোদয়ের ন্যায় ভূমিকা পালন করবে। বাংলাদেশ সরকারের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লক্ষ্য মাদক বিরোধী গণসচেতনতা জাগরণ করা এবং তাদের সাথে সংহতি জানিয়ে এই সংগঠনটি এগোবে। মাদকের অপব্যবহার, অতি মাত্রায় ব্যবহার চলতে দেওয়া যায়না। যারা মাদকাসক্ত তারা ও আমাদের এই সমাজেরই অংশ। মাদকাসক্তদের নিয়ে আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি মাদকাসক্ত থেকে ফিরিয়ে নিয়ে আসবো।
এসময় ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি প্রকৃতি রঞ্জন চাকমা, নিরুপা দেওয়ান, রাঙামাটি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ বাঞ্ছিতা চাকমা, পিবিএল এর চেয়ারম্যান রনজ্যোতি চাকমা, সাবেক যুগ্ন-সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা, প্রফেসর শান্তি কুমার চাকমা, ঘাগড়া কলেজের সাবেক অধ্যক্ষ শ্যামল মিত্র চাকমা, হিরন্ময় চাকমা, উচিত কুমার তঞ্চঙ্গ্যা, অঞ্জুলিকা চাকমা , মিশন চাকমা এডভোকেট সুষ্মিতা চাকমা, সাগরিকা রোয়াজা, নাইউপ্রু মারমা মেরী, ও ডা অজয় প্রকাশ চাকমা আহবায়ক ও নয়ন জ্যোতি চাকমাকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্টি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
পরে জুমফুল থিয়েটার নেতৃত্বে মাদক বিরোধী নাটিকা প্রদর্শন শেষে অনুষ্ঠান সমাপ্ত হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com