
প্রতি বছরের ন্যায় এ বছরও বিএনসিসি কর্তৃক যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ–উদ্দীপনার সঙ্গে ১৬ ডিসেম্বর ২০২৫ তারিখে ‘মহান বিজয় দিবস–২০২৫’ উদযাপন করা হয়েছে।
দেশের ৫৪তম মহান বিজয় দিবসকে আরও মহিমান্বিত ও আকর্ষণীয় করে তুলতে রিজিওনাল ডিরেক্টর আবু সাঈদ আল সাবের, বিজিইমএসএম, পিপিএমজিএম, এনডিসি, পিএসসি; মহাপরিচালক, বিএনসিসি–এর দিকনির্দেশনা ও উদ্যোগে দেশের ৪৬টি জেলা এবং বিভিন্ন উপজেলায় বিএনসিসির ব্যান্ড দল ও ক্যাডেটদের সমন্বয়ে বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়।
এই আয়োজনের অংশ হিসেবে সদর দপ্তর কর্ণফুলী রেজিমেন্ট–এর রেজিমেন্ট কমান্ডার, সকল সামরিক অফিসার, বিএনসিসিপি, পিইউ ও টিইউ–এর অংশগ্রহণ এবং সার্বিক তত্ত্বাবধানে কর্ণফুলী রেজিমেন্টের আওতাধীন ৫টি জেলা থেকে বিজয় র্যালিতে এক সহস্রাধিক ক্যাডেট অংশগ্রহণ করেন।
এছাড়াও রাঙ্গামাটি জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য কুচকাওয়াজ মহড়ায় বিএনসিসির একটি কন্টিনজেন্ট রাঙ্গামাটি জেলা স্টেডিয়াম প্যারেড গ্রাউন্ডে অংশগ্রহণ করে।
বিজয় দিবসের র্যালিটি কর্ণফুলী রেজিমেন্টের তত্ত্বাবধানে সকালে অনুষ্ঠিত হয়। এতে ৩৫ জন ক্যাডেট একসঙ্গে একটি ব্যান্ড দলের সাথে রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে যাত্রা করে টিটিসি মোড় প্রদক্ষিণ করে পুনরায় রাঙ্গামাটি সরকারি কলেজে এসে র্যালি সমাপ্ত করে।
মহান বিজয় দিবসের চেতনায় ঐক্যবদ্ধ বাংলাদেশ। #