
রাঙ্গামাটি পার্বত্য জেলার ১২ (বার) থানার সকল অফিসার ইনচার্জগণের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
আজ ০৬ ডিসেম্বর ২০২৫ খ্রি. রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে রাঙ্গামাটি পার্বত্য জেলার ১২ (বার) থানার সকল অফিসার ইনচার্জগণের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ইকবাল হোছাইন, পিপিএম মহোদয়ের সঞ্চালনায় সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম ।
অনুষ্ঠানে বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের বক্তব্যে রাঙ্গামাটি জেলা পুলিশের সহযোগিতাপূর্ণ কর্মপরিবেশ, ঊর্ধ্বতন কর্মকর্তাদের দিকনির্দেশনা এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তাঁরা রাঙ্গামাটিতে দায়িত্ব পালনকালীন স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন এবং ভবিষ্যতেও রাঙ্গামাটি জেলা পুলিশের সঙ্গে আত্মিক সম্পর্ক বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় তাঁর বক্তব্যে বিদায়ী অফিসার ইনচার্জগণের পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালন করার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি বলেন, “রাঙ্গামাটির মতো গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জেলায় দায়িত্ব পালন করা গৌরবের বিষয়। বিদায়ী অফিসার ইনচার্জগণ তাঁদের কর্মদক্ষতা, আন্তরিকতা ও জনগণের প্রতি দায়বদ্ধতার মাধ্যমে জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।”
অনুষ্ঠানের শেষ পর্বে পুলিশ সুপার রাঙ্গামাটি জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অফিসার ইনচার্জগণের হাতে সম্মাননা স্মারক প্রদান করেন এবং তাঁদের নতুন কর্মস্থলে সাফল্য, সুস্বাস্থ্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে জনাব মোঃ জাহেদুল ইসলাম, পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (কাপ্তাই সার্কেল), রাঙ্গামাটি পার্বত্য জেলা। জনাব আসিফ ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (বাঘাইছড়ি সার্কেল), রাঙ্গামাটি পার্বত্য জেলা। জনাব মোজ্জামেল হক, সহকারী পুলিশ সুপার (এসএসএফ), রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং বিভিন্ন ইউনিট ইনচার্জসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। #