
রাঙ্গামাটির প্রথম কোনো জেলা প্রশাসকের জুড়াছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়নের বগাখালি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় হলিসর্টি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।
আজ ১২জানুয়ারী ২০২৬ তারিখ রাঙ্গামাটি পার্বত্য জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষ্যে দুইটি দুর্গম ভোটকেন্দ্র পরিদর্শন করেন৷ তিনি বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নের দুর্গম হলিসর্টি ভোটকেন্দ্র ফারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জুরাছড়ি উপজেলার দুম্যাদুম্যা ইউনিয়নের দুর্গম হলিসর্টি ভোটকেন্দ্র বগাখালী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন। উল্লেখ্য,এই দুইটি ভোটকেন্দ্রই হেলিসর্টি এবং জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের এই ভোট কেন্দ্র এই প্রথম কোনো জেলা প্রশাসক পরিদর্শন করলেন,এই ভোটকেন্দ্রটি বিদ্যুৎবিহীন এবং মোবাইল নেটওয়ার্ক বিহীন৷উল্লেখ্য, দুমদুম্যা ইউনিয়নে যেতে হলে জুড়াছড়ি উপজেলা হতে দুই দিন পায়ে হেটে যেতে হয় অথবা রাঙ্গামাটি হয়ে কাপ্তাই,রাজস্থলী, বিলাইছড়ি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভেতর দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যেতে হয়। ভোটকেন্দ্র পরিদর্শনকালে তিনি জনসাধারণকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় জনগণের মাঝে তাদের মাতৃভাষায় লিখিত গণভোটের প্রচারপত্র বিলি করেন৷স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেন।
এসময় তিনি স্থানীয়দের মাঝে কম্বল বিতরণ করেন। #