
রাঙামাটির নানিয়ারচর জোন (১৭ই ইষ্ট বেঙ্গল) অধীনস্থ ঘিলাছড়ি সেনা ক্যাম্পের চেকপোস্টে তল্লাশিকালে উত্তম কুমার নামের এক ব্যক্তিকে আটক করেছে সেনাবাহিনী।
সোমবার (৫ই জানুয়ারি) সকালে উত্তম কুমার কে ১টি চাইনিজ পিস্তল, ১টি ম্যাগাজিন ও ১ রাউন্ড গুলিসহ আটক করা হয়।
সেনা সূত্রে জানা যায়, আমরা বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি খাগড়াছড়ির মহালছড়ি থেকে রাঙামাটির মানিকছড়ির দিকে একজন অস্ত্র বহনকারী ব্যক্তি চলাচল করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সকাল ৮টা হতে ঘিলাছড়ি আর্মি ক্যাম্পের ডিউটি চেকপোস্টে জনবল বৃদ্ধি করা হয় এবং এই রুটে চলাচলকারী
সকল যানবাহন ও ব্যক্তিকে নিবিড়ভাবে তল্লাশি শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর নানিয়ারচর জোন।
এদিন সকাল সাড়ে ৯টায় চেকপোস্টে দায়িত্বরত সেনা প্রহরী এক ব্যাক্তির সন্দেহজনক আচরণ লক্ষ্য করে এবং তাকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় বিরুপ আচরণ করে এবং কিছু লুকানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে দেহ তল্লাশি ও প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। তল্লাশিকালে তার নিকট হতে ১টি চাইনিজ পিস্তল, ১টি ম্যাগাজিন, ১ রাউন্ড অ্যামুনিশন, ১টি মোবাইল ফোন এবং নগদ ৪১৫ টাকা উদ্ধার করে।
পরবর্তী জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তির পরিচয় জানা যায়। পরে আটককৃত এই ব্যক্তি কে অস্ত্র সহ থানা পুলিশের নিকট হস্তান্তর করে সেনাবাহিনী।#