Logo
শিরোনাম :
রাঙ্গামাটি বধির (বাক্-শ্রবণ) বিদ্যালয়ে পাঠ্যবই বিতরণ। রাঙামাটির প্রথম জেলাপ্রসাশক দূর্গম দুমদুম্যা ও ফারুয়া হলিসর্টি ভোটকেন্দ্র পরিদর্শন। নির্বাচন কমিশনকে ১১কোটি টাকার কাগজ সরবরাহ করল কর্ণফূলী পেপার মিল। রাঙামাটিতে জাসাসের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: দোয়া মাহফিল ও কম্বল বিতরণ পাহাড়ে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করলেন হাবীব আজম সাজেকের দুর্গম পাহাড়ে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলো চুয়ান্ন বিজিবি । রাঙামাটিতে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করলেন হাবীব আজম রাঙামাটিতে সূর্যোদয় সোস্যাল ওয়েলফেয়ার সোসাইটি’র আত্মপ্রকাশ রাবিপ্রবি’তে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল নানিয়ারচরে চাইনিজ পিস্তল সহ ১জন আটক।

রাঙামাটি সরকারি কলেজ মাঠে ওয়ান ডে নাইট মিনিবার ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত।

মোকাদ্দেম সাঈফ( গিরি সংবাদ) / ৬১ বার দেখা হয়েছে
শেষ আপডেট : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

রাঙ্গামাটি সরকারি কলেজের নিচের মাঠে রাঙামাটি জেলা পরিষদ সদস্য হাবিব আজম প্রধান অথিতি হিসেবে উপস্থিত থেকে এই ওয়ান ডে নাইট উন্মুক্ত শর্ট মিনিবার ফুটবল টুর্ণামেন্টের শু ভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর শ্রমিকদলের সাবেক সভাপতি ইদ্রিস হাওলাদার, জেলা ছাত্রদল সহ-সভাপতি মোহাম্মদ সুমন, রাঙ্গামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোরশেদ, সহ-সভাপতি শহিদুল ইসলাম শুভ এবং সাংগঠনিক সম্পাদক আলভি হাসান নাঈম।

শুক্রবার (২ জানুয়ারি) বিকাল ৩ টায় আয়োজিত এই টুর্ণামেন্টে মোট বার টি দল অংশ গ্রহণ করে।
উদ্বোধনী খেলায় প্রথমেই অংশ গ্রহণ করে কাটাছড়ি পহর ক্লাব ও গিয়াস উদ্দিন স্মৃতি ক্লাব। খেলা শুরুর আগে বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মোঃ হাবীব আজম বলেন,
“খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রেখে শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তরুণ প্রজন্মকে খেলাধুলায় আরও বেশি সম্পৃক্ত করতে এ ধরনের টুর্ণামেন্ট নিয়মিত আয়োজন করা প্রয়োজন। সুস্থ সমাজ গঠনে ক্রীড়াঙ্গনের বিকল্প নেই।”
তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের আয়োজনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরো টুর্ণামেন্ট জুড়ে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা।
উল্লেখ্য,টুর্ণামেন্টটির সার্বিক আয়োজন ও পরিচালনায় ছিল টুর্ণামেন্ট পরিচালনা কমিটি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com