
মহান বিজয় দিবস ও তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে রাঙ্গামাটিতে তরুণ উদ্যোক্তাদের নিয়ে ৬দিন ব্যাপী পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা শুরু হয়েছে।
গত মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৫টায় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় রাঙ্গামাটি জুমঘর মহিলা কল্যান সমিতির আয়োজনে পরিষদ প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।
এ সময় রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যানের সহধর্মিণী জোৎস্না তালুকদার, জেলা পরিষদ সদস্য সাগরিকা রোয়াজা, বৈশালী চাকমা, দয়াল দাশ, নাই উ প্রু মেরি, ডেনিয়েল পাংখোয়া, রাঙ্গামাটি জুমঘর মহিলা কল্যান সমিতির সভাপতি বিনোটি চাকমা (বিনিতা) সহ স্থানীয় উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে পার্বত্য অঞ্চলের তরুণ উদ্যোক্তাদের এগিয়ে নিতে তাদের উৎপাদিত পন্যগুলো নিয়ে পণ্য মেলার আয়োজন করা হয়েছে। এই মেলার মাধ্যমে পার্বত্য অঞ্চলের উদ্যোক্তারা তাদের উৎপাদিত পন্য প্রদর্শনী ও বিক্রয় করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মহান বিজয় দিবস ও তারুণ্যের উৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে ৬ দিনব্যাপী পণ্য প্রদর্শনী ও বিক্রয় মেলা মেলায় স্থানীয় উদ্যোক্তাদের প্রায় ৪৫টি স্টল অংশ নিয়েছে। #