
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়ার আহ্বান জানিয়েছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান ও রাবিপ্রবি প্রক্টর সাদ্দাম হোসেন।
শনিবার (২৯ নভেম্বর) রাবিপ্রবি উপাচার্য ও প্রক্টর তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে এক স্ট্যাটাস এর মাধ্যমে রাবিপ্রবি উপাচার্য জানান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের দৃশ্যমান ঘটনাপ্রবাহ বিএনপিকে ঘিরে হলেও প্রকৃত অর্থে এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে তিনি বরাবরই আপোষহীন ছিলেন।
তিনি আরও জানান, তাঁর এই অবস্থান আগ্রাসনবাদীদের দূর্গে আঘাত করেছে। তিনি এদেশের রাজনৈতিক ইতিহাসে এক আইকনিক ব্যক্তিত্ব; তিনি বিএনপির দলীয় রাজনীতির লিমিট অতিক্রম করে জাতীয় নেতৃত্বে পরিণত হয়েছেন। তাঁর ভীষণ অসুস্থতায় দোয়া করি আল্লাহ যেন বেগম জিয়াকে পরিপূর্ণ সুস্থ করে দেন,জন্য আরও কাজ করার সুযোগ দেন।
রাবিপ্রবি প্রক্টর ফেইসবুকে এক স্ট্যাটাস এর মাধ্যমে জানান, দেশপ্রেম ও সাহসের অনন্য প্রতীক বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ তাঁকে সুস্বাস্থ্য ও শান্তি দান করুন।
উল্লেখ্য, রবিবার (২৩ নভেম্বর) রাতে খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। এর পর থেকে মেডিক্যাল বোর্ডের নিবিড় তত্ত্বাবধায়নে তার চিকিৎসা চলছে।