
রাঙ্গামাটিতে বাঙালিদের জমি বেচাকেনা বন্ধ করে দিলেন জেলা পরিষদ চেয়ারম্যান। গত ২৯ জুলাই রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কাজল তালুকদার পার্বত্য মন্ত্রণালয়ে এক চিঠি লিখে জমি বেচাকেনার ব্যাপারে নির্দেশনা চেয়েছিলেন তা আজ বিকেলেই মন্ত্রনালয় সচিব স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানান রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান নির্দেশনা চাহিদা পত্র প্রত্যাহার করেছেন।
উল্লেখ্য আলোচিত এই চিঠির কারনে বাঙালিরা জমি বেচাকেনায় হেডম্যান প্রতিবেদন পাবেন না, ফলে কেউ বিপদে পড়ে যেমন জমি বিক্রিও করতে পারবেন না, তেমনি কেউ চাইলেই অন্যের জমি কিনতেও পারবেন না। ফলাফল অত্যান্ত ভয়াবহ হবে। এই চিঠি বাতিল অথবা এই প্রক্রিয়া বাতিল করে বাঙালিরা যাতে আগের নিয়মে যাতে জমিবেচা কেনা করতে পারে এই বিষয়ে অদ্য (১২ আগষ্ট) মঙ্গলবার রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদারের সাথে তার অফিসে সরাসরি সাক্ষাৎ করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি কেন্দ্রীয় ও রাঙামাটি জেলা শাখার নেতৃবৃন্দরা আল্টিমেটাম দেন। এ আলটিমেটাম ২৪ ঘন্টা না পেরোতে চেয়ার মন্ত্রনালয় প্ররিত চিঠি প্রত্যাহার করে নিলেন।
চেয়ারময়ান সকাশে সাক্ষাতে পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রাসেল মাহমুদ, সহ-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি আলমগীর হোসেন, পৌর সভাপতি পারভেজ মোশাররফ হোসেন সহ পিসিসিপি’র বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ এসময়ে উপস্থিত ছিলেন।
এসময় পিসিসিপি নেতৃবৃন্দ চেয়ারম্যানকে বলেন আগামী ৪৮ ঘন্টার ভিতর এই চিঠি সংশোধন করতে হবে এবং বাঙালিদের জমি বেচাকেনায় কোন জটিলতা রাখা যাবে না।
যদি জেলা পরিষদের চেয়ারম্যান তার অবস্থান থেকে সরে না আসে তাহলে পিসিসিপি কঠোর আন্দোলন এর ডাক দিবে।
এরই প্রেক্ষিতে ৪৮ ঘন্টার মধ্যে পিসিসির দাবী মেনে নিয়ে বিবিধ মামলা (আদালত) পূর্বনামোদন প্রদান বিষয়ে চাহিত পত্র প্রত্যাহার করেন স্মারক নং-২৯.৩৪.৮৪০০.২০১.৯৯.০০১.২৫/২২১ মূলে।তারিখ: ১২/০৮/২০২৫ খ্রি.।
বিষয়ে উল্লেখ্য, উপর্যুক্ত বিষয়ে দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, সূত্রে বর্ণিত স্মারকমূলে বিবিধ মামলা (আদালত) পূর্বানুমোদন প্রদান বিষয়ে মন্ত্রণালয়ের মতামত/নির্দেশনা চাওয়া হয়। পত্রটি এতদ্বারা প্রত্যাহার করা হলো। সচিব,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
যাহা কৃষিবিদ কাজল তালুকদার চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ প্রত্যাহারর সম্মতি পত্রের প্রক্ষিতে। #