
০৯ আগস্ট ২০২৫ খ্রি. রাঙ্গামাটি পার্বত্য জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ, জুন-২০২৫ উপলক্ষে নিয়োগ সংক্রান্ত প্রস্তুুতিমূলক ব্রিফিং জেলা পুলিশ লাইন্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফিং এ সভাপতিত্ব করেন রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, আসন্ন পুলিশ কনস্টেবল (টিআরসি) নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে অনুষ্ঠিত হবে। নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে সর্বোচ্চ পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালন করতে হবে। এসময় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বোর্ডের সদস্যগণের উদ্দেশ্যে নিয়োগ সংক্রান্ত দিকনির্দেশনা মূলক ভিডিও প্রদর্শন করা হয়।
উল্লেখ্য যে, রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রার্থীদের আগামী ১০, ১১ ও ১২ আগস্ট শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ এবং শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা, ২৩ আগস্ট লিখিত পরীক্ষা এবং ৩১ আগস্ট মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ সহ নিয়োগ বোর্ডের সদস্যগণ উপস্থিত ছিলেন।।#