
সারাদেশে সাংবাদিকদের নিপিড়ন, হয়রানি ও গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বাঘাইছড়িতে মানববন্ধন করছে বিভিন্ন গনমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।
শনিবার সকাল ১০ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে বাঘাইছড়ি প্রেস-ক্লাব।
বাঘাইছড়ি প্রেস-ক্লাবের সভাপতি আব্দুল মাবুদ এর সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন বাঘাইছড়িতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক গণ।
এসময় বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলেন শুধুমাত্র গ্রেপ্তারের মধ্যে সীমাবদ্ধ না রেখে দ্রুত এই হত্যা কান্ডের বিচার নিশ্চিত করতে হবে। #