
রাঙ্গামাটি জেলাধীন রাজস্থলী উপজেলায় দিনব্যাপি কৃষিবিদ কাজল তালুকদার মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ ও সম্মানীত সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান উন্নয়নমুলক প্রকল্পের পরিদর্শন ও উদ্বোধন করেন। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পরিচালিত রাজস্থলী উপজেলা বিশ্রামাগার সংস্কার পরবর্তী নব আঙ্গিকে সাজানো ভবনটি উদ্বোধন, রাজস্থলী উপজেলাধীন বিভিন্ন এটিমখানা ও শিশু সদনের মাঝে চাউল বিতরণ , প্রান্তিক জনগোষ্ঠির উপজেলা সদরের সাথে যোগাযোগের নির্ধারিত স্থানে যাত্রি ছাউনী স্থাপন প্রকল্পের উদ্বোধন, পাইপ লাইনের মাধ্যমে ঘরে ঘরে নিরাপদ পানি সরবরাহ প্রকল্প উদ্বোধন ও বাঙ্গাল হালিয়ার খ্যাংদং পাড়ার মাইস্টোনের শিক্ষার্থী উক্য ছাইং মারমার শ্মরণে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় চেয়ারম্যান মহোদয় বলেন এলাকার উন্নয়নে সার্বিক সহযোগিতা ও বাস্তব সম্মত প্রকল্প বাস্তবায়ন করে যাবেন। এ বিষয়ে এলাকাবাসীর কাছ থেকে সহযোগিতা কামনা করেন।#