
ফ্যাসিস্ট হাসিনা সরকারের কারনে দীর্ঘ ১৮ বছর ধরে পার্বত্য চট্টগ্রাম সম অধিকার নিয়ে কাজ করতে পারেনি বলে অভিযোগ করেছেন খাগড়াছড়ির বিএনপি দলীয় সাবেক সাংসদ ওয়াদুদ ভুইয়া। ২৪ এর জুলাই গন আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতনের পর আবারো মুক্ত পরিবেশে পার্বত্য চট্টগ্রামের সকল মানুষের সম-অধিকার প্রতিষ্ঠায় কাজ শুরু হয়েছে বলে জানান তিনি ।
২ আগষ্ট শনিবার দুপুরে রাঙ্গামাটিতে আঞ্চলিক সংগঠন পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলার এক প্রতিনিধি সন্মেলনে ওয়াদুদ ভুইয়া এ কথা বলেন ।
রাঙ্গামাটি চেম্বার অব কমার্স ভবনের কনফারেন্স হলে অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া বলেন আগামীতে পার্বত্য চট্টগ্রামে সকল সম্প্রদায়ের অধিকার যাতে সুনিশ্চিত হয় সেজন্য তিনি সকলকে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান ।
পার্বত্য চট্টগ্রাম সম অধিকার আন্দোলন রাঙ্গামাটি জেলার আহবায়ক মো: জাহাঙ্গীর কামালের সভাপতিত্বে সম অধিকারের সদস্য নুরুল আফসারের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা সম অধিকার আন্দোলনের সদস্য মাহব্বু এলাহী প্রমুখ। প্রতিনিধি সম্মেলনে জেলার ১০ উপজেলার সম অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।#