
১৩ জুন শুক্রবার রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি বাজারে সরকারি সিলযুক্ত চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে লংগদু উপজেলা প্রশাসন। বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন কর্তৃক সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে তিনজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থল থেকে মোট ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কফিল উদ্দিন। অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।#লংগদুতে সরকারি চাল অবৈধভাবে মজুদের অভিযোগে ; ৩জনের জরিমানা, ৬৮ বস্তা চাল জব্দ।
১৩ জুন শুক্রবার রাঙামাটির লংগদু উপজেলার করল্যাছড়ি বাজারে সরকারি সিলযুক্ত চাল অবৈধভাবে মজুদ রাখার অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করেছে লংগদু উপজেলা প্রশাসন। বাংলাদেশ সেনাবাহিনীর লংগদু জোন কর্তৃক সরবরাহকৃত তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালিত হয়।
অভিযানে তিনজন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ঘটনাস্থল থেকে মোট ৬৮ বস্তা সরকারি চাল জব্দ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কফিল উদ্দিন। অভিযানে স্থানীয় প্রশাসনের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।#