Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন মহান বিজয় দিবসে রাঙ্গামাটিতে বিএনসিসির কুচকাওয়াজ,ব্যান্ড পরিবেশন ও র‍্যালি অনুষ্ঠান ডেভিল হান্ট অভিযানে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় ০১জন গ্রেফতার। চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি: সভাপতি কচি ও সম্পাদক মুরাদ শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও রাষ্ট্রীয় বেতন-ভাতা ও সম্মানী ব্যবস্থার দাবি মরহুম সাংবাদিক মোস্তফা কামালের স্মরন সভা,শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম ৮৭ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে কাপ্তাইয়ে বিজিবি। পার্বত্যাঞ্চলের চলমান সমস্যা কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই: এখন এটি জাতীয় সমস্যা। – ড. দেবপ্রিয ভট্টাচার্য। রাবিপ্রবি ক্যাম্পাসে ‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’ স্থাপন

রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি বাতিলের দাবিতে ক্রীড়া উপ‌দেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

রাঙ্গামাটি প্রতিনিধি(গিরি সংবাদ) / ৮৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫

ঙ্গামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটি বাতিলের দাবিতে জেলার ক্রীড়া সংগঠক, ক্লাব কর্মকর্তা, খেলোয়াড় ও ক্রীড়ানুরাগীরা একযোগে স্মারকলিপি দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান ও ক্রীড়া উপদেষ্টার দপ্তরে। একই দা‌বি‌তে জেলা জায়ায়া‌তের পক্ষ থে‌কে স্মারকলি‌পি প্রদান করা হ‌য়ে‌ছে।

সোমবার ( ২ জুন) বেলা ১১টার‌ দি‌কে জেলা প্রশাস‌কের হা‌তে স্মারক‌লি‌পি তু‌লে দেয়া হয়।

 স্মারকলিপিতে দাবি করা হয়, গত ২৭ মে ২০২৫ তারিখে যে এডহক কমিটি গঠন করা হয়েছে, সেটি সঠিক প্রক্রিয়া অনুসরণ না করে ক‌মি‌টি গঠিত হয়েছে। এতে স্থানীয় ক্লাব প্রতিনিধি, খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মতামত উপেক্ষা করা হয়েছে।

 অভিযোগ রয়েছে, কমিটিতে এমন কিছু ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছে, যাদের ক্রীড়া সংশ্লিষ্ট কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, এমনকি তারা রাঙ্গামাটি জেলার স্থায়ী বাসিন্দাও নন। অনেকের বিরুদ্ধে রয়েছে প‌তিত ফ‌্যা‌সিস্ট সরকা‌রের সংশ্লিষ্টতা ও বিতর্কিত অতীত কর্মকান্ড।

স্মারকলিপিতে আরও বলা হয়, এভাবে গঠিত কমিটি জেলা ক্রীড়াঙ্গনের জন্য ক্ষতিকর এবং এর মাধ্যমে জেলা ক্রীড়া ফেডারেশনকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে দুর্বল করে ফেলার শঙ্কা দেখা দিয়েছে।

এছাড়া, রাঙ্গামাটি সদরের নির্মাণাধীন শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে দ্রুত তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

স্মারকলিপি প্রদানের মাধ্যমে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নিতে। অন্যথায়, জেলা ক্রীড়াঙ্গনের মানুষ মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও অবরোধের মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে যেতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে।

স্মারকলিপি প্রদা‌নের সময় জেলা বিএন‌পির সভাপ‌তি দী‌পেন তালুকদার, সাধারণ সম্পাদক এড. মামুনুর র‌শিদ মামুন, জেলা ক্লাব এসো‌সি‌য়েশ‌নের আহবায়ক মাহবুবুল বা‌সেত অপু, যুগ্ম আহবায়ক দিল বাহাদুর রায়, আব্দুল মন্নান, সদস্য স‌চিব প্রী‌তি প্রসুন চাকমা, সা‌বেক জাতীয় দ‌লের ফুটবলার কিংশুক চাকমাসহ ক্রীড়া সংস্থার নিব‌ন্ধিত ক্লাব কর্মকর্তা, খেলোয়াড়, সংগঠক, রেফারি ও আম্পায়াররা উপস্থিত ছি‌লেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ হা‌বিব উল্লাহ ব‌লেন, আপনা‌দের আ‌বেদন ও দা‌বিসমূহ সং‌শ্লিষ্ট কতৃপক্ষ বরাবর প্রেরণ কর‌া হ‌বে। পরবর্তী নি‌র্দেশনা যেভা‌বে আস‌বে, সেভা‌বে জেলা ক্রীড়াঙ্গন প‌রিচা‌লিত হ‌বে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com