
আজ (০৩জুন) সকালে রাঙ্গামাটি পৌর এলাকাধীন জেলা প্রশাসন কর্তৃক ঘোষিত ঝুঁকিপূর্ণ এলাকার আশ্রয় কেন্দ্র লোকনাথ মন্দির, ভেদভেদি পরিদর্শন করেন জেলার স্বাস্থয় বিভাগ প্রধান সিভিল সার্জন কাম তত্ত্বাবধায়ক ডা: নূয়েন খীসা। এসময় সিভিল সার্জন সাথে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শওকত আকবর খান ও জেনারেল হাসপাতালের কর্মকর্তা – কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
আশ্রয় কেন্দ্রে আশ্রিত জনসাধারণ চিকিৎসকদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। এ দূর্যোগে তাদের নানান সমস্যা ও অসুস্থতার বিষয়ে চিকিৎসকদের অবহিত করেন।
এ সময় সিভিল সার্জন , আবাসিক মেডিকেল অফিসার সহ অন্যান ডাক্তারগন সবাইকে কাছে ডেকে স্বাস্থ্য শিক্ষা প্রদান করেন, অসুস্থ রোগীদের প্রাথমিক চিকিৎসা সেবা , জরুরী ওষুধ পত্র, খাবার স্যালাইন বিতরণ করেন। এছাড়া মশার উপদ্রবের কথা শুনে তাৎক্ষনিক মশারী বিতরণ করেন । পরিশেষে অসুস্থতা বেড়ে গেলে প্রয়োজনে হাসপাতালে এসে চিকিৎসা নেওয়ার পরামর্শ প্রদান করেন।
জেলার স্বাস্থ্য বিভাগ ও জেনারেল হাসপাতালের সীমিত সুযোগের মধ্যে জনসাধারণের পাশে থাকার সর্বোচ্চ চেষ্টা করার আশ্বাস প্রদান করেন।
বরাবরের মতো করে এবারের দুর্যোগেও স্বাস্থ্য বিভাগ এই সব অসহায় জনগণের পাশে থাকবে। #