Logo
শিরোনাম :
রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন মহান বিজয় দিবসে রাঙ্গামাটিতে বিএনসিসির কুচকাওয়াজ,ব্যান্ড পরিবেশন ও র‍্যালি অনুষ্ঠান ডেভিল হান্ট অভিযানে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় ০১জন গ্রেফতার। চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি: সভাপতি কচি ও সম্পাদক মুরাদ শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও রাষ্ট্রীয় বেতন-ভাতা ও সম্মানী ব্যবস্থার দাবি মরহুম সাংবাদিক মোস্তফা কামালের স্মরন সভা,শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম ৮৭ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে কাপ্তাইয়ে বিজিবি। পার্বত্যাঞ্চলের চলমান সমস্যা কেবল আঞ্চলিক পর্যায়ে সীমাবদ্ধ নেই: এখন এটি জাতীয় সমস্যা। – ড. দেবপ্রিয ভট্টাচার্য। রাবিপ্রবি ক্যাম্পাসে ‘এয়ার কোয়ালিটি মনিটরিং মেশিন’ স্থাপন

রাঙ্গামাটির নানিয়ারচরে সড়ক নির্মাণে প্রতিরোধ,প্রতিবাদ,বিক্ষোভ।

রাঙামাটি প্রতিনিধি ( গিরি সংবাদ) / ১৪৭ বার দেখা হয়েছে
শেষ আপডেট : সোমবার, ২৬ মে, ২০২৫

‘বন, পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ধ্বংসাত্মক’ এ দাবী করে পাহাড়ের একটি বিশেষ সংগঠনের প্রত্যক ইন্ধনে রাঙামাটির নানিয়ারচর-লংগদু সড়ক নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে নানিয়ারচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২৬ মে সোমবার  দুপুরে নানিয়ারচর সদর উপজেলার টিএন্ডটি বাজারে ‘নানিয়ারচর-লংগদু বন ও পরিবেশ রক্ষা কমিটির’ ব্যানারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে, কলেজ আদাম এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে টিএন্ডটি বাজারে এসে সমাবেশ করে।

সমাবেশে নানিয়ারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাপ্পী চাকমার সভাপতিত্বে বক্তব্য দেন স্থানীয় কারবারি (গ্রামপ্রধান) সুশান্তি চাকমা, নানিয়ারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিনয় কৃষ্ণ খীসাসহ আরও অনেকে। এতে উপস্থিত ছিলেন ৬৬ নম্বর এগারাইল্যাছড়া মৌজার হেডম্যান (মৌজাপ্রধান) ও নানিয়ারচর-লংগদু বন ও পরিবেশ রক্ষা কমিটির আহ্বায়ক জ্ঞান বিকাশ তালুকদার, নানিয়ারচর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অনিতা চাকমা, সাবেক ইউপি সদস্য সেন্টু চাকমা।

সমাবেশে বক্তারা বলেন, নির্বিচারে বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীববৈচিত্র্য হুমকির

মুখে। বন, ফসলি মাঠ ধ্বংস করে উন্নয়নের নামে নানিয়ারচর-লংগদু সংযোগ সড়ক করলে আমাদের ওপর পরিবেশগত ঝুঁকি বাড়বে। অনেকের ফসলি জমি, গাছ, ভূমি ধ্বংস হবে। আমাদের গ্রামগুলোতে এখন সুপেয় পানির তীব্র সংকট, ক্রমাগত গাছপালা নিধনের ফলে সেটি দিন দিন বাড়ছে। সড়কের নামে জীববৈচিত্র্য ধ্বংস হলে আমাদের জীবন বিপন্ন হবে, টিকে থাকা আরও কঠিন হয়ে যাবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পী চাকমা বলেন, ‘আমি আহবান জানাচ্ছি, আমাদের পরিবেশ ও বন মন্ত্রণালয়ের উপদেষ্টা আমাদের প্রকল্পটি যেন বিবেচনা করেন। প্রকল্পটি যেন বাতিল করেন। পাহাড়ে আজ পানি সংকট। জীববৈচিত্র্য হুমকির মুখে। বন ধ্বংসের ফলে পাহাড়ে পানির সংকট, জীববৈচিত্র্য হুমকিতে পড়েছে। তাই আমরা চাই আমাদের জন্য হলেও এই প্রকল্পটি বাতিল করা হোক।’

প্রসঙ্গত, রাঙামাটির নানিয়ারচর উপজেলা সদরের সঙ্গে লংগদু উপজেলার প্রায় ২৭ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ করছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।

উল্ল্যেখ যে রাঙ্গামাটি- নানিয়ারচর- লংগদূ একটি  ২৪ কিলো মিটারের সংযোগ সড়ক নিয়ে এসব এলাকার বসবাসকারীরা সহ জেলাবাসী দীর্ঘদিন ধরে দাবী করে আসছিল এ সড়কটি নির্মাণের। ইতিমধ্যে এ বিষয়ে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরে সম্ভাব্যতা যাচাইপূর্বক পরবর্তি কার্যক্রম প্রক্রিয়াধীন  অবস্থায়  রয়েছে বলে জানান রাঙ্গামাটি সওজের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com