Logo
শিরোনাম :
হারানো ৫০টি মোবাইল ফোন ফিরিয়ে দিল মালিকের কাছে রাঙামাটি জেলা পুলিশ। মহান বিজয় দিবসে বীরমুক্তিযোদ্ধা পুলিশ ও শহীদ পুলিশ পরিবারকে সংবর্ধনা প্রদান করল জেলা পুলিশ রাঙ্গামাটিতে দৈনিক সবুজ বাংলার তৃতীয় বর্ষ উদযাপন মহান বিজয় দিবসে রাঙ্গামাটিতে বিএনসিসির কুচকাওয়াজ,ব্যান্ড পরিবেশন ও র‍্যালি অনুষ্ঠান ডেভিল হান্ট অভিযানে রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানায় ০১জন গ্রেফতার। চট্টগ্রাম প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটি: সভাপতি কচি ও সম্পাদক মুরাদ শহীদ বুদ্ধিজীবীদের পরিবারকেও রাষ্ট্রীয় বেতন-ভাতা ও সম্মানী ব্যবস্থার দাবি মরহুম সাংবাদিক মোস্তফা কামালের স্মরন সভা,শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কারিগরি সমস্যার কারণে সাময়িক বন্ধ থাকার পর ফের উৎপাদনে কেপিএম ৮৭ লক্ষ টাকার ভারতীয় সিগারেট জব্দ করেছে কাপ্তাইয়ে বিজিবি।

রাঙামাটিতে ১৫ মার্চ,ভিটামিন ”এ” ক্যাপসুল পাবে ৮৫ হাজার শিশু

মোকাদ্দেম সাইফ(গিরি সংবাদ)রাঙ্গামাটি / ৮৯ বার দেখা হয়েছে
শেষ আপডেট : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
Oplus_131074

সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অংশ হিসেবে এ বছর রাঙামাটি জেলার ৮৫ হাজার ৮৬০ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওনোর লক্ষ্যমাত্রা নির্ধারন করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ঘিরে বুধবার জেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রাঙামাটি জেলার সিভিল সার্জন ডা: নূয়েন খীসা।

তিনি জানান, জেলার ১০ উপজেলার ৫৩টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় এক যোগে শনিবার পাঁচ বছরের কম বয়সী সকল শিশুকে এ ক্যাম্পেইনের আওতায় আনা হবে।

এবারের ক্যাম্পেইনে ৬-১১মাস বয়সী ১০হাজার ৫৩৭ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৭৫ হাজার ৩২৩জন শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াবে স্বাস্থ্যকর্মীরা। প্রতিটি ওয়ার্ডে এ জন্য ১ হাজার ২৬০ অস্থায়ী ক্যাম্প থাকবে বলে জানান সিভিল সার্জন। স্বাস্থ্যকর্মীরা সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে তাদের কার্যক্রম পরিচালনা করবেন।

বুধবার বিকেলে সিভিল সার্জন অফিসের আয়োজনে এবং জাতীয় পুষ্টিসেবা কার্যক্রমের সহযোগিতায় জেলা স্বাস্থ্য বিভাগের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডা: নূয়েন খীসার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারন সম্পাদক আনোয়ার আল হক, রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমাসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত ৫৩ জন সাংবাদিক।

স্বাস্থ্য বিভাগ জানায়, ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত অন্ধত্ব প্রতিরোধ এবং শারীরিক বৃদ্ধি স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই কেন্দ্রে গিয়ে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানানো হয়েছে। এদিকে সভার শুরুতে সম্প্রতি প্রয়াত রাঙামাটির প্রবীণ সাংবাদিক এ কে এম মকছুদ আহমেদের আত্মার মাগফেরাত কামনা করে ১মিনিট নিরবতা পালন করা হয়। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের অন্যান্য সংবাদ
Theme Created By Web Themes BD.Com