পার্বত্য রাঙামাটির কাউখালী উপজেলাধীন টি. এন. টি সংলগ্ন হাসপাতাল রোডে অবস্থিত “কাউখালী আল হেরা মহিলা মাদ্রাসা হেফজ ও এতিমখানা”-এর শিক্ষার্থীদের মাঝে স্যানিটারি ন্যাপকিন বিতরণ ও মাসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সেশন পরিচালনা করেছে জীবন কাউখালী চ্যাপটারের সদস্যরা।
সেশনে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে মাসিককালীন স্বাস্থ্য পরিচর্যার গুরুত্ব তুলে ধরা হয় এবং নিরাপদ মাসিকবান্ধব স্যানিটারি প্যাড বিতরণ করা হয়।
জীবন ইয়ুথ ফাউন্ডেশন-এর “Pad For Purpose” প্রকল্পের আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে মাসিকবান্ধব টয়লেট নিয়ে সচেতনতা বৃদ্ধি ও ডিগনিটি বক্স বিতরণ করা হয়ে থাকে। আন্তর্জাতিক নারী দিবসকে কেন্দ্র করে এবারের কর্মসূচি পরিচালনা করেন কাউখালী উপজেলার জীবনের সদস্যরা।
সেশনে উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামীম মাওলানা মোহাম্মদ ইউসুফ আলী, শিক্ষা পরিচালক হাফেজ মোহাম্মদ ফয়সাল ইসলাম সাকিব এবং শিক্ষক হাফেজ মাওলানা আব্দুল আজিজ মহোদয়।
জীবন কাউখালী চ্যাপটারের সমন্বয়ক মোহাম্মদ নুরুল হুদা নাহিদ-এর নেতৃত্বে পরিচালিত কর্মসূচিতে সংগঠনের নারী সদস্য কুলছুমা আক্তার, দিসা মারমা এবং আবিদা সুলতানা সক্রিয় ভূমিকা পালন করেন।
এই উদ্যোগ মাসিক স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকদের বিশ্বাস। #