আজ ১২ডিসেম্বর ২০২৪ খ্রিঃ রাঙ্গামাটি পার্বত্য জেলার কোতয়ালী থানাধীন ০১ নং পৌর ওয়ার্ডস্থ মহসিন কলোনী এলাকায় মাদক কেনাবেচা হয় মর্মে গোপন সংবাদ পাওয়া যায়। উক্ত সংবাদ প্রাপ্তির সাথে সাথেই রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনর দিকনির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ সাহেদ উদ্দিন এর তত্বাবধানে উক্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন রাত্রিকালীন কিলো-০১ ডিউটিতে নিয়োজিত এসআই(নিঃ) মোঃ শফিকুল ইসলাম ও অন্যান্য সঙ্গীয় ফোর্স।
অভিযান পরিচালনাকালে কোতয়ালী থানাধীন ০১ নং পৌর ওয়ার্ডস্থ মহসিন কলোনীর জনৈক চুন্নু মিয়ার দু-তলা বিশিষ্ট বাড়ির ছাদের উপর হইতে গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ নাসির উদ্দিন প্রকাশ নাসির(৪০), পিতা-মৃত চুন্নু মিয়া, মাতা-লতিফুন নেসা, সাং-মহসীন কলোনী, ০১নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, রাঙ্গামাটি পার্বত্য জেলা এর পরিহিত হুডির সামনের পকেটের ভিতর হতে ৫০০ (পাঁচশত) পিস ইয়াবা ট্যাবলেট(মাদকদ্রব্য) এবং মাদক বিক্রয়ের সর্বমোট ৫৬,৫০০/- (ছাপান্ন হাজার পাঁচশত) টাকা উদ্ধার করা হয়।
উপরোক্ত ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।