রাঙামাটিতে অনুষ্ঠিত প্রাইম ব্যাংক স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শহীদ আবদুল আলী একাডেমি উচ্চ বিদ্যালয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে তারা রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয়কে ৭ উইকেটে পরাজিত করে।
প্রথমে ব্যাট করতে নেমে রাঙামাটি সরকারী উচ্চ বিদ্যালয় ২৮.১ ওভারে সব উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করেন সমীর। জবাবে ব্যাট করতে নেমে শহীদ আবদুল আলী একাডেমি ১৭.২ ওভারে জয় তুলে নেয়। গত ম্যাচে ২২০ রান করা মাইনুদ্দিন এদিন ৫৪ রান করেন। বল হাতে দারুণ পারফরম্যান্স করেন বিজয়ী দলের আরিফ, তিনি ৫টি উইকেট নেন।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থানাপনায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রুহুল আমীন বলেন, “খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি গুরুত্বপূর্ণ শিক্ষা এবং উন্নয়নের মাধ্যম। আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে হলে আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করা জরুরি। এর মাধ্যমে খেলোয়াড়রা আধুনিক প্রশিক্ষণ পাবে, বিশ্বমানের প্রতিযোগিতায় নিজেদের প্রস্তুত করতে পারবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে দেশের সম্মান বয়ে আনতে সক্ষম হবে।
তিনি বলেন, একজন ভালো খেলোয়াড় হতে হলে শুধু মাঠে অনুশীলন করাই যথেষ্ট নয়, বরং বড় বড় ম্যাচ দেখা, সেরা খেলোয়াড়দের খেলা বিশ্লেষণ করা এবং তাদের কৌশল থেকে শেখাও সমান গুরুত্বপূর্ণ। খেলাধুলায় উন্নতি করতে হলে নিয়মিত চর্চা, অধ্যবসায় এবং প্রতিযোগিতার অভিজ্ঞতা অর্জন করতে হবে।