শেরপুের ঝিনাইগাতী উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামতের লিফলেট বিতরণ শেষে বিএনপি ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এক মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলার কদমতলী বাজারের প্রধান সড়কে মিছিল প্রদক্ষিন শেষে যুবদলের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গৌরীপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও ৪নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক আবুল কাশেমের উপস্থাপনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আঃ মান্নান হীরা, গৌরীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা গোলাম রব্বানী, যুবদল নেতা সাদ্দাম সানি, নালিতাবাড়ীর নন্নী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করে সভায় বক্তারা বলেন, দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার হাসিনার আমলে আমরা নানা হামলা মামলা ও নির্যাতনের শিকার হয়েছি। পালিয়ে থাকা আওয়ামী ফ্যাসিষ্ট ও দোসররা এখনো নানা ষড়যন্ত্রে লিপ্ত। তাই সবাইকে সজাগ থাকতে হবে। আওয়ামী লীগকে কোন ছাড় দেয়া হবেনা। তাই আগামী নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে জয়যুক্ত করতে হবে।
এসময় গৌরীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় কয়েকশ জনগণ উপস্থিত ছিলেন। #