চন্দনাইশ পৌরসভা সদরস্থ ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বিশিষ্ট লেখক আলা হযরত গবেষক হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা প্রিন্সিপাল আমিনুর রহমান দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে গতকাল রাত আটটার সময় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
ইন্তেকালে তাহার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী,১ ছেলে,২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। আজ ৭ডিসেম্বর-২০২২ইং বাদে আসর মরহুমের জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার মাঠে হুজুরের নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য,তিনি জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা নাজেমে আলা হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মুফতি শফিউর রহমান (রাহ:)এর ১ম পুত্র অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা মাহমুদুর রহমান (রাহ:) ১ম পুত্র এবং ঢাকা সরকারি আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস,সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হযরতুল আল্লামা আলহাজ্ব মাওলানা ফখরুদ্দিন (রাহ:)এর প্রথম জামাতা।
হুজুরের মৃত্যুতে দৈনিক গিরি সংবাদ পরিবার গভীর শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। তাঁর শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামীন তাঁকে পবিত্র জান্নাতুল ফেরদৌসের মেহমান হিসেবে কবুল করুন। আমিন।
হুজুরের প্রতি শ্রদ্ধা নিবেদনের নিমিত্বে পুনঃ নিউজ,স্মৃতি সংগ্রহে প্রয়াস মাত্র।