বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি (বিএসসি)’র সাংগঠনিক উপকমিটির ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টায় ওই সাংগঠনিক উপকমিটির আহবায়ক দৈনিক কালের কণ্ঠের লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি সৈয়দ মুজিবুর রহমান দুলালের সভাপতিত্বে ও সঞ্চালনায় সাংগঠনিক উপ-কমিটির প্রাণবন্ত বৈঠকটি অনুষ্ঠিত হয়। উপ-কমিটির উপদেষ্টা, বিএসসি যুগ্ম আহবায়ক বৈশাখী টেলিভিশনের রাঙ্গামাটি প্রতিনিধি মুহাম্মদ কামাল উদ্দিনের তত্বাবধানে পরিচালিত এ বৈঠকে অতিথি হিসেবে যুক্ত ছিলেন বিএসসি’র প্রধান উপদেষ্টা স্বর্ণপদক প্রাপ্ত অনুসন্ধানী রিপোর্টার সাঈদুর রহমান রিমন ও কেন্দ্রীয় আহবায়ক এম রায়হান। সভায় বক্তব্য রাখেন, সাংগঠনিক উপকমিটির যুগ্ম আহবায়ক বাংলাদেশ প্রতিদিনের ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মোঃ আব্দুল মান্নান, সদস্য দৈনিক কালের কণ্ঠের সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি গাজী মোবারক, সদস্য ইউনুস আলী প্রমূখ। নানা ব্যস্ততায় উপ-কমিটির সদস্য সচিব প্রথম ভার্চুয়াল সভাটিতে উপস্থিত থাকতে পারেননি। এ সভায় নানা বিষয়ে দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন বিএসসি’র প্রধান উপদেষ্টা সাইদুর রহমান রিমন ও আহবায়ক এম রায়হান।
সভায় গৃহিত সিদ্ধান্তসমূহ :
১) গঠনতন্ত্র চুড়ান্ত না হওয়া পর্যন্ত এই সাংগঠনিক উপকমিটি সাংগঠনিক নানা বিষয় গঠনতন্ত্রে সংযুক্তির জন্য সুনির্দিষ্ট কিছু সুপারিশ প্রদান করতে পারে। সেই লক্ষ্যে জবাবদিহিমূলক সংগঠন প্রতিষ্ঠায়, সদস্য শৃংখলা রক্ষা, সাংগঠনিক বিস্তার, সাংগঠনিক নির্দেশনা কঠোর ভাবে প্রতিপালন সংক্রান্ত নানা ধারা, উপ ধারা যুক্ত করার প্রস্তাবনা সমূহ আমরা এই উপ কমিটির গ্রুপেই শুধু তুলে ধরি। রবি, সোম ও মঙ্গলবার- এই তিন দিন গ্রুপে তুলে ধরা প্রস্তাবগুলো একত্রিত করে দ্রুত তা গঠনতন্ত্র উপ কমিটির কাছে লিখিত আকারে দাখিল করা যেতে পারে।
২) বর্তমান আহ্বায়ক কমিটির কর্মকাণ্ডে গতি সৃষ্টিতে সাংগঠনিক উপ-কমিটি সরাসরি সহায়তা মূলক ভূমিকা রাখবে। যেমন আহ্বায়ক কমিটির যে কোনো সিদ্ধান্ত, নির্দেশনা বাস্তবায়নে সদস্যদের উদ্বুদ্ধকরণ, সৌজন্য তাগিদ প্রদান ইত্যাদি চালাবে।
৩) মিনিমাম কোয়ালিটি সম্পন্ন বিভিন্ন সাংবাদিক সংগঠন, স্থানীয় পর্যায়ের প্রেসক্লাব, সমিতি বা অন্যান্য সাংবাদিক সংগঠন/ গ্রুপগুলোর সঙ্গে বিএসসি নির্দিষ্ট কিছু বিষয় নিয়ে সংলাপ শুরু করবে। সরাসরি বা ভার্চুয়াল সে সংলাপের মূল লক্ষ্য হবে, সাংবাদিক নির্যাতন বিরোধী নির্দিষ্ট কিছু পদক্ষেপের বিষয়ে যৌথভাবে ঐকমত্য প্রতিষ্ঠা। পারস্পারিক সম্পর্ক সৃষ্টিসহ যৌথভাবে কিছু কার্যক্রম চালানোর স্মারকপত্রে উভয় সংগঠনের নেতৃবৃন্দের সাক্ষরিত ঘোষণাপত্র প্রস্তুত ও তা প্রচার প্রকাশের ব্যবস্থা নেওয়া।
৪) আসন্ন শীতে দুস্থদের জন্য বিএসসি ব্যানারে শীতবস্ত্র সংগ্রহ ও বিতরণের ব্যাপারে আগাম উদ্যোগ নেওয়ার জন্যও সিদ্ধান্ত গৃহিত হয়।