Home তথ্য প্রযুক্তি রাঙামাটি জেলা আওয়ামীলীগের স্মার্ট কার্যালয়ের শুভ উদ্বোধন

রাঙামাটি জেলা আওয়ামীলীগের স্মার্ট কার্যালয়ের শুভ উদ্বোধন

958
0

‘‘রোড টু স্মার্ট বাংলাদেশ’’ কর্মসূচির আওতায় স্মার্ট কার্যালয় বাস্তবায়নের উদ্যোগে রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের স্মার্ট কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৪ মে) রাত ৮টায় শহরের পুরাতন বাস-স্টেশন রোডস্থ বর্তমান জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ স্মার্ট কার্যালয়ের শুভ উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার  রাজনৈতিক উপদেষ্টা কবির বিন আনোয়ার।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য দীপংকর তালুকদার।
এ সময় প্রধান অতিথি বলেন, স্মার্ট দেশের জন্য দরকার স্মার্ট সরকার। আর সরকার যেহেতু দলীয়, তাই একটি স্মার্ট সরকারকে সহায়তা করতে দরকার স্মার্ট দল। সেই উদ্দেশ্য থেকে স্মার্ট কার্যালয় স্থাপনের মাধ্যমে স্মার্ট দলে রূপান্তরের কার্যক্রম শুরু হলো।
তিনি আরও বলেন, স্মার্ট কার্যালয় কার্যক্রমে প্রতিটি সেন্টারের জন্য কেন্দ্র থেকে কম্পিউটার, প্রিন্টার, ওয়াইফাই, ওয়েবক্যাম ইত্যাদি প্রযুক্তি যন্ত্রাদি সরবরাহ করা হবে। সেই সঙ্গে প্রতিটি সেন্টারে চারজন কর্মীকে প্রাথমিকভাবে প্রশিক্ষণ এবং পরবর্তী পর্যায়ে সবাইকে প্রশিক্ষণ দেওয়া হবে। পর্যায়ক্রমে প্রতিটি জেলা-উপজেলায় স্মার্ট সিটিজেন কর্নার করার পরিকল্পনা রয়েছে সরকারের।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি বৃষকেতু চাকমা, সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংশুই প্রু চৌধুরী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সহ-সভাপতি রফিকুল মাওলা, সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ মুছা মাতব্বর, যুগ্ন-সাধারণ সম্পাদক মমতাজুল হক, দপ্তর সম্পাদক রফিক আহম্মদ তালুকদার, উপ-দপ্তর সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমানসহ সহযোগী অঙ্গ-সংগঠনের বিভিন্ন ইউনিটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য: বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর সেই লক্ষ্যে প্রতিটি জেলা আ.লীগ অফিসে স্মার্ট কর্নার স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। তারই ধারাবাহিকতায় রাঙামাটিতে জেলা আওয়ামীলীগের স্মার্ট কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।##

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here