Home আদালত ৬ সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক

৬ সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক

31
0
৬ সপ্তাহের আগাম জামিন পেলেন প্রথম আলোর সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর রমনা থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ৬ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান।

রবিবার (২ এপ্রিল) বিকালে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চে শুনানি শেষে আগাম জামিন মঞ্জুর করেন।

প্রথম আলোর আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার জানিয়েছেন, সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আগাম জামিন চেয়ে আবেদন করা হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো.আমিনুল ইসলামের সমন্বয়ে গঠিত বেঞ্চের সম্পূরক কার্যতালিকায় আবেদনটি ৪৩০ নম্বর ক্রমিকে রাখা হয়। পরে বিকাল ৩ টার দিকে শুনানি শুরু হয়। এরপর শুনানি শেষে আদালত ৬ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

গত, ২৯ মার্চ রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা থানায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন আইনজীবী আবদুল মালেক। এ মামলায় পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস ও ক্যামেরাম্যানসহ অজ্ঞাতনামা ব্যক্তিদেরও আসামি করা হয়। এ মামলায় প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান কারাগারে আছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here