Home আন্তর্জাতিক ১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

24
0
১২ হাজার প্রবাসীকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া

আন্তর্জাতিক ডেস্ক: চলতি বছরের জানুয়ারির শুরু থেকে ২৯শে মার্চ পর্যন্ত ১২ হাজার ৩৮০ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া। তাদের মধ্যে ৯ হাজার ৬০৬ জন পুরুষ আর দুই হাজার ৭৭৪ জন নারী রয়েছেন। ফেরত পাঠানো এসব প্রবাসীর বেশিরভাগই ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও মিয়ানমারের নাগরিক। দেশটির অভিবাসন দপ্তরের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এতথ্য জানিয়েছে স্থানীয় ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য স্টার’।

প্রতিবেদনটিতে বলা হয়, মূলত তিন ক্যাটাগরির বিদেশিদের দেশে ফেরত পাঠানো হয়েছে। প্রথমত, কারাদণ্ডের মেয়াদ শেষ করেছেন এমন ব্যক্তিদের; দ্বিতীয়ত, বিভিন্ন সময়ে অভিবাসন অধিদপ্তরের দ্বারা আটকৃতদের এবং তৃতীয়ত, আইনশৃঙ্খলা বাহিনী অভিবাসন দপ্তরের হাতে তুলে দিয়েছে এমন ব্যক্তিদের।

এদিকে, মালয়েশিয়ার অস্থায়ী বন্দিশালাসহ ২১টি অভিবাসন ডিপোতে এখনও ১১ হাজার ৬৫০ জন অবৈধ অভিবাসী রয়েছেন। মালয়েশিয়া অভিবাসন দপ্তরের মহাপরিচালক জানান, এবছরের ১০ই জানুয়ারি ঘোষিত মানবসম্পদ সংস্কার কর্মসূচির আওতায় ইলিগ্যাল ইমিগ্রান্টস রিক্যালিব্র্যাশন প্ল্যান ২.০-এর অধীনে ২৭ হাজার ৫৭২টি প্রতিষ্ঠান তাদের তিন লাখ ২২ হাজার ১৮২ জন অবৈধ অভিবাসীর নাম নিবন্ধন করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here