Home খেলাধুলা হোঁচট খেল ব্রাজিল, বড় জয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

হোঁচট খেল ব্রাজিল, বড় জয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

24
0
হোঁচট খেল ব্রাজিল, বড় জয়ে মাঠ ছাড়ল আর্জেন্টিনা

ফুটবল মাঠে ব্রাজিল এবং আর্জেন্টিনা যেন বিপরীতমুখী সময় পার করছে। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা বিশ্বকাপের পরও নিজেদের দাপট ধরে রেখেছে। অন্যদিকে, কাতার বিশ্বকাপে ব্যর্থ হওয়া ব্রাজিল প্রীতি ম্যাচেও পায়নি জয়ের দেখা। সিনিয়র দলের মতো ব্রাজিল যুব দলেরও একই দশা যেখানে আর্জেন্টিনার যুব দল মাঠের পারফরম্যান্সে রয়েছে দারুণ ছন্দে।

পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্যে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে শুক্রবার (৩১ মার্চ) রাতে মাঠে নামে আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। ভেনেজুয়েলার বিপক্ষে ৪-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে মেসির উত্তরসূরীরা। পুরো ম্যাচে দুই দল সমানতালে লড়াই করলেও আর্জেন্টিনার ফরোয়ার্ডদের নৈপুণ্যে জয় দিয়েই আসর শুরু করে তারা।

ম্যাচে ১৪ মিনিটে ক্লাডিও একেভেরির গোলে প্রথম লিড পায় আর্জেন্টিনা। সেই গোলের ৭ মিনিট পরই ২-০ গোলে এগিয়ে যায় তারা। দলটির পক্ষে দ্বিতীয় গোল করেন সান্তিয়াগো লোপেজ গ্রোবিন। ৩১ মিনিটে ব্যবধান কমিয়ে আনে ভেনেজুয়েলা। দলটির পক্ষে ডেভিড মার্টিনেজ গোল করেন।

ম্যাচের ৩৬ মিনিটে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পায় ভেনেজুয়েলা। জুনিয়র কলিনা ব্রাচোর গোলে ২-২ গোলে সমতায় ফেরে ম্যাচ। তবে, প্রথমার্ধের শেষ মুহূর্তে আবারও লিড পায় আর্জেন্টিনা। অগাস্টিন ফ্যাবিয়ানের গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় আর্জেন্টিনার যুবারা।

বিরতি থেকে ফিরে আর্জেন্টিনার পক্ষে জয়সূচক গোলটিও আসে ফ্যাবিয়ানের পা থেকেই। ম্যাচের ৬৩ মিনিতে দুর্দান্ত এক গোল করে দলকে ৪-২ গোলে এগিয়ে নেন তিনি। ম্যাচের বাকি সময় আর কোনো গোল না হলে স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়া আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ দল। এর আগে, নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খায় ব্রাজিল। ইকুয়েডরের বিপক্ষে ২-২ গোলে ড্র করে ব্রাজিলের যুবারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here