Home রাজনীতি স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী

স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী

33
0
স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয়: তথ্যমন্ত্রী

চট্টগ্রাম প্রতিনিধি: তথ্য ও সম্পচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, কিছু পত্রিকায় উদ্দেশ্যমূলকভাবে নেতিবাচক সংবাদ পরিবেশন করছে। গণমাধ্যমের স্বাধীনতার নামে সাংবাদিকতা নিয়ে রাজনীতি করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৩১ মার্চ) সকালে চট্টগ্রাম মহানগরীর দেওয়ানজী পুকুর পাড়ের মন্ত্রীর বাসভবেন আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে তথ্য মন্ত্রী বলেন, ব্লুমবার্গ রিপোর্ট প্রকাশ করেছে, চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসছেন। ভারতে বিবিসি কার্যালয়ে অভিযান চালালেও বড় দেশ বিধায় বিদেশিরা তাদের বিরুদ্ধে কিছু বলার সাহস পায়নি। আমাদেরও খাটো করার দিন শেষ।

তিনি বলেন, প্রয়োজনে কূটনীতিকদের ভিয়েনা কনভেনশন স্মরণ করিয়ে দেওয়া হবে ৷

তথ্য ও সম্পচার মন্ত্রী ড. হাছান মাহমুদ আরও বলেন, বিদেশিদের নিকট প্রতিনিয়িত বিরোধী দল অভিযোগ করে দেশবিরোধী কাজ এবং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের আরও নেতারা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here