Home রাজনীতি স্বাধীনতাকে কটাক্ষ করা রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত- তথ্যমন্ত্রী

স্বাধীনতাকে কটাক্ষ করা রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত- তথ্যমন্ত্রী

25
0
স্বাধীনতাকে কটাক্ষ করা রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত- তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বাধীনতা দিবসে স্বাধীনতাকে কটাক্ষ করা অবশ্যই রাষ্ট্রের ভিত্তিমূলে আঘাত করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ (বৃহস্পতিবার) সচিবালয়ে পিআইবি প্রকাশিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তিনি একথা বলেন।

এসময় মন্ত্রী আরো বলেন, মামলা হওয়ার পর সুনির্দিষ্ট অভিযোগে সাংবাদিক শামসুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতারের সময় অপরাধের কথা জানিয়ে করলে ভালো হতো বলেও মন্তব্য করেন তিনি।

হাছান মাহমুদ বলেন, ‘নিউজ তুলে নিলেও প্রথম আলো যে অপরাধ করেছে, তা আদালতে প্রমাণ হবে। অনলাইন মিডিয়ার নিউজ নিয়ে প্রেস কাউন্সিলের বিচারের ক্ষমতা নেই। তাদের আইনে অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যম নেই। এই কাউন্সিলের শুধু তিরস্কারের ক্ষমতা আছে। তাই ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে’।

তিনি আরো বলেন, ‘স্বাধীনতা দিবসে স্বাধীনতাকে কটাক্ষ করে নিউজ করা আপত্তিজনক। কোনো সাংবাদিক যদি অপসাংবাদিকতা করে, তাহলে কী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না এমন প্রশ্ন ছুঁড়েন তথ্যমন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here