Home খেলাধুলা শিরোপা জয়ের পথে এগিয়ে বার্সেলোনা

শিরোপা জয়ের পথে এগিয়ে বার্সেলোনা

28
0
শিরোপা জয়ের পথে এগিয়ে বার্সেলোনা

ক্রীড়া ডেস্ক: স্প্যানিশ লা লিগায় এলচেকে উড়িয়ে দিয়ে শিরোপা জয়ের পথে আরেক ধাপ এগিয়ে গেছে বার্সেলোনা। পয়েন্ট টেবিলের দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের সাথে ব্যবধান বাড়িয়েছে ১৫ পয়েন্টের।

গতকাল (শনিবার) রাতে মার্টিনেজ ভালেরোতে এলচেকে ৪-১ গোলে হারিয়েছে বার্সেলোনা।

গোলের ব্যবধানে বার্সা এগিয়ে থাকলেও ম্যাচটা মোটেও সহজ ছিল না তাদের জন্য। দুর্বল এলচে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় ফেলে শক্তিশালী বার্সেলোনাকে। তবে ম্যাচের ২০তম মিনিটে গোল খেয়ে বসে তারা। মার্কোস আলোনসোর ফ্রি কিকে চমৎকার হেডে রোনাল আরাউহো খুঁজে নেন লেভানদস্কিকে। কোনো ভুল না করে পোলিশ তারকা বল জালে পাঠান।

গোল হজম করে জেগে উঠে এলচে। অনেকটা সময় ধরে বার্সেলোনাকে চাপে রাখা তারা। ছয়টি কর্নারের বিনিময়ে বার্সা প্রতিবার আক্রমণ প্রতিহত করে। এরপর ৪০ থেকে ৪৫ মিনিটের মধ্যে সহজ তিনটি সুযোগ নষ্ট করে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় কাতালানরা।

তবে বিরতির পর নেমে বার্সাও গোছানো আক্রমণের সামনে লড়তে পারেনি এলচে। ৫৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ফাতি। প্রতি আক্রমণে তরেসের কাছ থেকে নিজেদের অর্ধে বল পেয়ে দারুণ এক গোল করেন।

এর ১০ মিনিট পর লেভানডস্কি নিজের দ্বিতীয় গোল করেন। চলতি আসরে এটি তার সপ্তদশ গোল।

৭০তম মিনিটে ব্যবধান আরও বাড়ান তোরেস। নিজেদের অর্ধ থেকে লেভানডস্কির বাড়ানো বল ধরে, ডি বক্সের ঢুকে পোস্ট ঘেঁষে ঠিকানা খুঁজে নেন স্প্যানিশ ফরোয়ার্ড। ঝাঁপিয়েও নাগাল পাননি এলচে গোলরক্ষক।

ম্যাচের ৫৯ শতাংশ সময় বল পায়ে রাখা বার্সা গোলমুখে শট নেয় ১২টি। এর মধ্যে লক্ষ্যে ছিল ছয়টি। অন্যদিকে, এইবার ১৫টি শট নিয়ে দুটি রাখতে পারে লক্ষ্যে।

শিরোপা পুনরুদ্ধারের অভিযানে আরও এক ধাপ এগিয়ে গেছে জাভির দল। ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তারা রয়েছে শীর্ষে। লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ তাদের চেয়ে ১৫ পয়েন্ট পিছিয়ে আছে। দুইয়ে থাকা কার্লো আনচেলত্তির শিষ্যদের পয়েন্ট ২৬ ম্যাচে ৫৬। ২০ নম্বরে অবস্থান করা এলচের পয়েন্ট ২৭ ম্যাচে ১৩।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here