Home আদালত শর্তে সাপেক্ষ জামিন পেলেন ‘শিশু বক্তা’ রফিক

শর্তে সাপেক্ষ জামিন পেলেন ‘শিশু বক্তা’ রফিক

21
0
শর্তে সাপেক্ষ জামিন পেলেন ‘শিশু বক্তা’ রফিক

নিজস্ব প্রতিবেদক: শর্তে সাপেক্ষ জামিন পেলেন ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীকে (২৭)। ভবিষ্যতে কোনো ওয়াজ মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য দেবেন না, এই শর্তে ঢাকা ও গাজীপুরের ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ মার্চ) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর ফলে তার কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

উল্লেখ্য, রাষ্ট্রবিরোধী ও নানান উস্কানিমূলক বক্তব্যের কারণে ২০২১ সালের ৭ এপ্রিল ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানিকে গ্রেফতার করা হয়। এরপর ওই বছরের ৮ এপ্রিল তার বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়। গ্রেফতারের পর থেকেই কারাগারে ছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here