নিজস্ব প্রতিবেদক: র্যাব হেফাজতে নওগাঁ ভূমি অফিসের কর্মচারী সুলতানা জেসমিনের (৪৫) মৃত্যুর ঘটনায় র্যাবের কোনো সদস্য দায়ী বা অভিযুক্তের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
মঙ্গলবার (২৯ মার্চ) দুপুরে রাজধানীর কারওয়ার বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এসব কথা বলেন তিনি।
খন্দকার আল মঈন জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে র্যাব সদর দফতরের একটি সেল তদন্ত করছে। এই ঘটনায় কেউ অপরাধী প্রমাণিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, মাথায় আঘাতের চিহ্ন পাওয়া বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই। পোস্ট মর্টেম রিপোর্টে এমন কিছু পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।