Home খেলাধুলা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দলের বিপক্ষে কার কত গোল?

র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দলের বিপক্ষে কার কত গোল?

20
0
র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০ দলের বিপক্ষে কার কত গোল?

স্পোটর্স ডেস্ক : সময়ের সেরা দুই তারকা লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। এ দুই ফুটবল তারকার সমর্থকদের চোখে দুই জনই সেরা। তবে কাতার বিশ্বকাপে শিরোপা জয়ের পর অনেকের চোখে সেরাদের সেরা হওয়ার দৌড়ে এগিয়ে গেছেন মেসি।

মেসি-রোনালদোর ফুটবল ক্যারিয়ারের পরিসংখ্যান অর্জন দুই জনের কারোরই একক শ্রেষ্ঠত্বের পক্ষে কথা বলে না। কোনো এক দিকে মেসি এগিয়ে তো অন্য দিক দিয়ে রোনালদো এগিয়ে। নিজ নিজ জায়গা মেসি-রোনালদো দুই জনই সেরা।

সম্প্রতি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ ও ইউরো বাছাইপর্ব খেলেছে আর্জেন্টিনা এবং পর্তুগাল। দুই দেশের দুই মহাতারকা আরও একবার নিজেদের প্রমান করেছেন। এসময় রেকর্ড গড়েছেন মেসে-রোনালদো দুই জনই। মেসি আন্তর্জাতিক ফুটবলে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেছেন এবং রোনালদো সর্বোচ্চ আন্তর্জাতিক ম্যাচ খেলার বিশ্ব রেকর্ড গড়েছেন।

বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনা প্রথম মুখোমুখি হয় পানামা, তারপর খেলে কুরাসাওয়ের বিপক্ষে। ম্যাচ দুইটিতে চারটি গোল করেন মেসি। এতে তার গোল সংখ্যা দাঁড়ায় ১০২ এ। রোনালদোও দুই ম্যাচ খেলে করেছেন চারটি গোল। সিআরসেভেনের আন্তর্জাতিক গোলের সংখ্যা এখন ১২২।

এই দুই মহা তারকা একশ উর্ধ্ব গোলের মধ্যে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দেশগুলোর বিপক্ষে কার গোল সংখ্যা সবচেয়ে বেশি? কে কোন দলের বিপক্ষে কয়টি গোল করেছেন?

স্পেনের জনপ্রিয় ক্রীড়া দৈনিক মার্কা সম্প্রতি মেসি-রোনালদোর ফিফা র‍্যাঙ্কিংয়ের সেরা ১০ দলের বিপক্ষে গোলের পরিসংখ্যান নিয়ে একটি প্রতিবেদন করেছে। ফিফার সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে (৩১ মার্চ পর্যন্ত) সেরা দশে যথায়ক্রমে ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, বেলজিয়াম, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, ইতালি, পর্তুগাল ও স্পেন।

সেরা দশ দলের মধ্যে নিজ দেশ ছাড়া বাকি নয় দলের আটটির সঙ্গে খেলেছে মেসি। যেখানে তার গোল সংখ্যা সব মিলিয়ে ১৫। মেসি চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে এখন পর্যন্ত গোল করেছেন ৫টি, ফ্রান্সের বিপক্ষে ৩টি, ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩টি, স্পেনের বিপক্ষে ২টি, নেদারল্যান্ডসের বিপক্ষে ১টি এবং পর্তুগালের বিপক্ষে ১টি। ইতালি ও বেলজিয়ামের বিপক্ষে ১টি করে ম্যাচ খেলে কোনো গোল করতে পারেননি মেসি। আর ইংল্যান্ডের বিপক্ষে এখনো খেলা হয়নি তার।

সেরা দশে থাকা দলগুলোর বিপক্ষে মেসির চেয়ে এক গোলে পিছিয়ে রোনালদো। তার গোল সংখ্যা ১৪। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে সবচেয়ে বেশি ৪ গোল করেছেন পর্তুগিজ সুপারস্টার, ৩টি করে গোল করেছেন বেলজিয়াম এবং স্পেনের বিপক্ষে। ফ্রান্সের বিপক্ষে করেছেন ২ গোল এবং ১টি করে গোল করেছেন আর্জেন্টিনা ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। ব্রাজিল এবং ইংল্যান্ডের বিপক্ষে ৩ ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেননি রোনালদো। এ ছাড়া ইতালির বিপক্ষে এক ম্যাচ খেলে কোনো গোল পাননি রোনালদো।

মেসি-রোনালদো একে অপরের দেশের বিপক্ষে একই দিন একই ম্যাচে নিজ নিজ গোলটি করেন। ২০১১ সালের ৯ মার্চের সেই প্রীতি ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারায় আর্জেন্টিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here