Home আন্তর্জাতিক রাশিয়াকে পরমাণু অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে বেলারুশ

রাশিয়াকে পরমাণু অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে বেলারুশ

25
0
রাশিয়াকে পরমাণু অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে বেলারুশ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ও তার মিত্রদের কাছ থেকে নানা ভাবে চাপের মুখে পড়ায় রাশিয়াকে নিজ ভূখন্ডে পরমাণু অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে বেলারুশ। নিজস্ব নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে রাশিয়ার আহ্বানে সাড়া দিতে বাধ্য হয়েছে বলে দাবি মিনস্কের। মঙ্গলবার এমনটাই জানিয়েছে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, রুশ প্রেসিডেন্টের এই ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

গত শনিবার রাশিয়ার প্রতিবেশী মিত্র দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েনের ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই ঘোষণার তীব্র নিন্দা জানায় ন্যাটোসহ পশ্চিমা দেশগুলো। তবে, বেলারুশ বলছে এই পারমানবিক অস্ত্র মোতায়েনে আন্তর্জাতিক কোন আইন লংঘিত হয়নি। দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও তার মিত্রদেশগুলো বছরের পর বছর নানামুখী চাপ সৃষ্টি করায়, পারমানবিক অস্ত্র মোতায়েনের অনুমতি দিয়েছে বলে জানিয়েছে বেলারুশ।

স্থানীয় সময় মঙ্গলবার এক বিবৃতিতে বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র তাদের দেশে রাজনৈতিক পরিবর্তন আনতে চায়। সে কারণেই নিজেদের নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে রাশিয়ার অস্ত্র গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি।

এদিকে, বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েনে রুশ প্রেসিডেন্ট যে ঘোষণা দিয়েছেন এতে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেইসাথে এই ধরনের সিদ্ধান্তকে বিপজ্জনক বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার হোয়াট হাউসে এক সংবাদ সম্মেলনে এসব বলেন বাইডেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here