শনিবার পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৩ উপলক্ষ্যে ধর্ম, বর্ণ এবং জাতিগত বৈষম্য নির্বিশেষে সকলের সাথে ঈদ আনন্দ ভাগাভাগী করে নেওয়ার অভিপ্রায়ে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের পক্ষ থেকে রাঙামাটি সেনা রিজিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় বসবাসরত দুঃস্থদের মাঝে ঈদ উপহার প্রদান করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সেনাপ্রধানের পক্ষে উপহার সামগ্রী তুলে দেন রাঙামাটি সেনা রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন-এনডিসি,পিএসসি।
বাংলাদেশ সেনাবাহিনী জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করণের লক্ষ্যে কাজ করতে এবং দুর্গম এই পাহাড়ি এলাকায় জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে স্থানীয় জনসাধারনের পাশে থাকতে সর্বদা বদ্ধপরিকর।
এ ধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখবে রাঙামাটি রিজিয়ন। এছাড়াও অত্র রিজিয়নের অন্তর্গত প্রতিটি জোনে একই ধরনের সেবামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে বলেও রিজিয়ন কমান্ডার সকলকে অবগত করেছেন।