Home অপরাধ যুক্তরাষ্ট্রে স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিশুসহ নিহত ৭

যুক্তরাষ্ট্রে স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিশুসহ নিহত ৭

25
0
যুক্তরাষ্ট্রে স্কুলে এলোপাতাড়ি গুলিতে শিশুসহ নিহত ৭

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি প্রথমিক বিদ্যালয়ে অড্রি হেল (২৮) নামে এক তরুণীর এলোপাতাড়ি গুলিতে তিন শিশুসহ ছয়জন নিহত হয়েছেন। এই ঘটনায় পুলিশের গুলিতে ওই হামলাকারী তরুণীও প্রাণ হারিয়েছে।

দেশটির পুলিশ জানিয়েছে, হামলাকারী ওই তরুণী এ স্কুলটির সাবেক শিক্ষার্থী। স্থানীয় সময় সোমবার সকাল সোয়া ১০টার দিকে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের দ্য কভেনেন্ট স্কুলে হামলা চালায়।

কর্তৃপক্ষ জানিয়েছে, স্কুলটি একটি প্রাইভেট খ্রিস্টান স্কুল। যেখানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ানো হতো। স্কুলটিতে ২০৯ জনের মতো শিক্ষার্থী ছিল, যাদের বয়স ১১ বা ১২ বছরের মধ্যে। প্রতি ক্লাসে ৩৩জন শিক্ষার্থী ছিলো।

বন্দুক হামলায় নিহতরা হলো- এভলিন ডিকহাউস (৯), হ্যালি স্ক্রাগস (৯), উইলিয়াম কিনি (৯), সিনথিয়া পিক (৬১), ক্যাথরিন কুন্স (৬০) ও মাইক হিল (৬১)।

পুলিশ জানিয়েছে, বন্দুকধারী ওই তরুণীর কাছে দুটি অ্যাসল্ট-টাইপ রাইফেল ও একটি পিস্তল ছিল। সোমবার সকাল ১০টা ১৩ মিনিটে গুলির সংবাদ পায় পুলিশ। ওই তরুণী স্কুলে ঢুকেই এলোপাতাড়ি গুলি চালাতে থাকে। গুলির একপর্যায়ে সেখানে পুলিশ পৌঁছালে সেই তরুণী পুলিশের গাড়ি লক্ষ্য করেও গুলি ছুঁড়লে পুলিশের পাল্টা গুলি চালায়। সকাল ১০টা ২৭ মিনিটে ওই নারী পুলিশের গুলিতে নিহত হন। সূত্র এনবিসিনিউজ।

যুক্তরাষ্ট্রে নারীর এমন গুলি চালানোর ঘটনা বিরল। ওই তরুণী কীভাবে স্কুলের ভেতরে প্রবেশ করেছিল তা এখনো জানা যায়নি। বন্দুক হামলার ঘটনা ১৪ মিনিট স্থায়ী হয়েছিল।

প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘটনাকে ‘পরিবারের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেছেন। তিনি বলেন, বন্দুক সহিংসতা বন্ধ করতে আমাদের আরও কিছু করতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here