Home বিনোদন যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ‘ব্ল্যাক ওয়ার’

29
0
যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে 'ব্ল্যাক ওয়ার'

বিনোদন ডেস্ক: এবার বিদেশে মুক্তি পাচ্ছে আরিফিন শুভর কপ থ্রিলার চলচ্চিত্র ‘মিশন এক্সট্রিম ২ বা ব্ল্যাক ওয়ার’। প্রথমে যুক্তরাষ্ট্র এবং পরে কানাডা ও মধ্যপ্রাচ্যে মুক্তি পাবে এই ছবি।

সিনেমাটির পরিবেশনা সংস্থা বায়োস্কোপ ফিল্মস জানিয়েছে এ তথ্য। সংস্থাটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৩১শে মার্চ কয়েকটি শহরে মুক্তি দেয়া হচ্ছে ছবিটি। পরবর্তীতে ঈদ উপলক্ষ্যে সবগুলো গুরুত্বপূর্ণ শহরে মুক্তি পাবে সিনেমাটি। মুক্তির যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে।

ঈদে কানাডা ও মধ্যপ্রাচ্যে মুক্তির জন্য সকল প্রস্তুতি গ্রহণ করেছে পরিবেশক সংস্থা।

পুলিশ অ্যাকশন থ্রিলারটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। চলতি বছরের ১৩ই জানুয়ারি এটি বাংলাদেশে মুক্তি পায়।

ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিকসহ অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here