Home খেলাধুলা মেসির রেকর্ডে উড়ে গেল কিউরাসাও

মেসির রেকর্ডে উড়ে গেল কিউরাসাও

23
0
মেসির রেকর্ডে উড়ে গেল কিউরাসাও

ক্রীড়া ডেস্ক: আগ্রাসী ফুটবলে কিরাসাওকে গোল বন্যায় ভাসাল কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিরাসাওকের বিপক্ষে প্রীতি ম্যাচে ৭-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। এই ম্যাচে হ্যাটট্রিক গোলের দেখা পেয়েছেন লিওনেল মেসি। এছাড়া অন্য চার গোলদাতা হলো নিকোলাস গনসালেস, এনসো ফের্নান্দেস, আনহেল দি মারিয়া ও গনসালো মনতিয়েল।

ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই নিশ্চিত গোলের সুযোগ নষ্ট হয় আর্জেন্টিনার। ডান দিক থেকে সতীর্থের গোলমুখে বাড়ানো বলে কেবল একটা টোকা দেওয়ার দরকার ছিল মার্তিনেসের, কিন্তু তালগোল পাকান তিনি। পাঁচ মিনিটে আরও তিনবার জালে বল পাঠিয়ে বিশাল জয়ের দিকে এগিয়ে যায় আর্জেন্টিনা।

২০তম মিনিটে জিওভানি লো সেলসোর পাস বাঁ পায়ে ধরে বক্সে একজনের বাধা এড়িয়ে ডান পায়ের শটে দলকে এগিয়ে নেন পিএসজি তারকা। তিন মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করে তারা।

৩৩তম মিনিটে গনসালেসের পাস পেয়ে বাঁ পায়ের শটে নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি। চার মিনিট পর লো সেলসোর থ্রু বল দুই ছোঁয়ায় নিয়ন্ত্রণে নিয়ে বক্সে ঢুকে জোরাল নিচু শটে হ্যাটট্রিক পূর্ণ করেন সাতবারের বর্ষসেরা ফুটবলার।

দি মারিয়া ৭৮তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান আরও বাড়ান। তার শটেই বল বক্সে কুকো মার্তিনার হাতে লাগলে পেনাল্টি পায় আর্জেন্টিনা।

আর ৮৭তম মিনিটে দিবালার পাস পেয়ে শেষ গোলটি করেন মনতিয়েল। গ্যালারি ঠাসা সমর্থকদের উল্লাসে ভাসিয়ে মাঠ ছাড়েন মেসি-মার্তিনেসরা।

জাতীয় দলের হয়ে ১৭৪ ম্যাচে ১০২ গোল করলেন মেসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here